দেশের অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বরধারীর (টিআইএন) সংখ্যা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সর্বশেষ হিসেবে টিআইএনধারীর সংখ্যা ১০ মিলিয়ন বা ১ কোটি ছাড়িয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) করদাতার সংখ্যা ১ কোটি ৭৩ জনে উন্নীত হয়েছে। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এনবিআর চলতি ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে করের আওতা বাড়ানোর জন্য নতুন নতুন খাতকে করের আওতায় নিয়ে আসে। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে টিআইন বাধ্যতামূলক করা হয়। যার কারণে চলতি অর্থবছরে টিআইনধারীর সংখ্যার সঙ্গে রিটার্নধারীও বেড়েছে। গত সপ্তাহে দেশে টিআইনধারীর সংখ্যা ছিল ৯৯ লাখ ৭০ হাজার। যা গতকাল ১ কোটি অতিক্রম করেছে।
তবে টিআইএনধারীর তুলনায় রিটার্ন দাখিলের সংখ্যা খুবই কম। বিদায়ী অর্থবছরে রিটার্ন জমা পড়েছে ৩৬ লাখ ৬২ হাজার, যা মোট টিআইনধারীর ৩৭ শতাংশ। তবে কোম্পানির রিটার্ন জমা শেষে রিটার্নধারীর সংখ্যা ৪০ লাখ ছাড়াবে বলে জানিয়েছেন আয়কর কর্মকর্তারা।
টিআইএন এবং রিটার্ন জমার প্রার্থক্যের বিষয়ে এক সভায় এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, অনেকে ছোটখাটো প্রয়োজনে ওয়ান টাইম টিআইএন করেছেন। এরা হিসাবের মধ্যে থাকলেও রিটার্ন জমা দেননি। তবে এ সংখ্যা কত সে সম্পর্কে এনবিআরের এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো হিসাব নেই।
মন্তব্য করুন