২০২২-২৩ অর্থবছরের সর্বোচ্চ করদাতা হিসেবে ৫৪ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে ‘বিশেষ সম্মাননা’ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)।
বুধবার (২৪ জানুয়ারি) এনবিআরের মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে ওই সম্মাননা প্রদান করা হয়েছে।
এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সৈয়দ মোহাম্মদ আবু দাউদ, বৃহৎ করদাতা ইউনিটের কর কমিশনার মো. ইকবাল বাহার সম্মাননা স্মারক তুলে দেন।
ক্যাটাগরি অনুযায়ী যারা সম্মাননা পেয়েছেন তারা হলেন
ক্যাটাগরি ব্যাংকিং
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক পিএলসি, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড ক্যাটাগরি, ইস্টার্ণ ব্যাংক পিএলসি, দি সিটি ব্যাংক পিএলসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি, দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড, প্রাইম ব্যাংক পিএলসি, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, আইএফআইসি ব্যাংক পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, ট্রাস্ট ব্যাংক, মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি, দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি, ব্যাংক এশিয়া লিমিটেড, ঢাকা ব্যাংক পিএলসি, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, পূবালী ব্যাংক পিএলসি, এবি ব্যাংক পিএলসি ও যমুনা ব্যাংক পিএলসি।
অ-ব্যাংকিং আর্থিক
ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড, বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড, ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ।
বিমা
আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, সাধারণ বিমা কর্পোরেশন ক্যাটাগরি, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
টেলিকমিউনিকেশন
গ্রামীণফোন লিমিটেড,
সেবা
ক্যাটাগরিতে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড সম্মাননা পেয়েছেন।
প্রকৌশল
বি এস আর এম স্টিলস্ লিমিটেড, বাংলাদেশ স্টিল্ রি-রোলিং মিলস্ লিমিটেড ও র্যাংগস লিমিটেড
খাদ্য ও আনুষঙ্গিক
নেসলে বাংলাদেশ পিএলসি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ট্রান্সকম বেভারেজ লিমিটেড ও নিউজিল্যান্ড ডেইরি প্রডাক্টস বাংলাদেশ লিমিটেড।
জ্বালানি
তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও শেভরন বাংলাদেশ ব্লকস থার্টিন অ্যান্ড ফোর্টিন লিমিটেড
স্পিনিং অ্যান্ড টেক্সটাইল স্কয়ার টেক্সটাইলস্ পিএলসি ও কোটস বাংলাদেশ লিমিটেড ক্যাটাগরি।
ওষুধ ও রসায়ন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ক্যাটাগরি ও হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
প্রিন্ট অ্যান্ড ইলেক্ট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে
মিডিয়াষ্টার লিমিটেড।
চামড়া শিল্প
বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড ও এপেক্স ফুটওয়্যার লিমিটেড।
অন্যান্য ক্যাটাগরিতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড।
এবং উৎসে কর কর্তনকারী প্রতিষ্ঠান ক্যাটাগরিতে গ্রামীণফোন লিমিটেড ও বাংলাদেশ ব্যাংককে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।
মন্তব্য করুন