কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

সারা বিশ্বে শুল্ক ঝড় বইছে : ড. ফাহমিদা

ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ। ছবি : কালবেলা
ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ। ছবি : কালবেলা

সারা বিশ্বে এখন শুল্ক ঝড় বইছে। মার্কিন প্রশাসন শুল্কহার বৃদ্ধিতে কোনো নিয়ম-কানুনের ধার ধারেনি। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শুল্ক আরোপ নিয়ে পরস্পরবিরোধী অবস্থা দেখে মনে হচ্ছে- বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে। বাংলাদেশও এই চ্যালেঞ্জের বাইরে নয়। বাংলাদেশের ওপর ৩৭ শতাংশ কর আরোপের প্রক্রিয়া ত্রুটিপূর্ণ। তবে ট্রাম্পের উচ্চ শুল্কনীতি আমাদের জন্য ওয়েকআপ কল।

এলডিসি গ্র্যাজুয়েশনের পর আমরা বেশি সময় কর সুবিধা পাব না। তাই আমাদের বাণিজ্যিক সক্ষমতা বৃদ্ধির প্রস্তুতি খুবই জরুরি। অতিরিক্ত শুল্ক গ্রহণে ৯০ দিনের স্থগিতাদেশ বাংলাদেশের জন্য কিছুটা স্বস্তির। এই সময়ে সম্ভাব্য ঝুঁকি নিরসনে বাণিজ্য কূটনীতি জোরদার ও অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধির প্রতি গুরুত্ব দিতে হবে। দেশের বিনিয়োগ পরিস্থিতি অনুকূল না থাকলে বৈদেশিক বিনিয়োগ ব্যাহত হবে। আন্দোলনের নামে সহিংসতা ও ভাঙচুর হলে বিনিয়োগকারীরা শংকায় পড়বে।

বর্তমানে যে প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা বলা হচ্ছে, তা বাস্তবায়িত হলে ক্ষমতার পালা বদলেও রাষ্ট্রীয় নীতিমালার পরিবর্তন হবে না। রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা হলে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি হবে।

শনিবার (১২ এপ্রিল) রাজধানীর এফডিসিতে যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কহারের চ্যালেঞ্জ মোকাবিলা নিয়ে আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ছায়া সংসদটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে ঘোষিত নতুন শুল্ক আরোপ তিন মাসের জন্য স্থগিত করায় বাংলাদেশের রপ্তানি খাতে সাময়িক স্বস্তি মিললেও অনিশ্চয়তা কাটেনি। তবে এই স্থগিতাদেশের পর বাংলাদেশের রপ্তানিকারকরা বন্ধ হওয়া ক্রয়াদেশ ফিরে পাওয়া শুরু করছে। অন্যদিকে চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ১৪৫ শতাংশ শুল্ক আরোপের কারণে তাদের ক্রয়াদেশ স্থগিত হচ্ছে। চীনের ওপর যুক্তরাষ্ট্রের এই অতিরিক্ত শুল্ক আরোপ বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির সুযোগ তৈরি করবে।

এছাড়াও চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাবে। তবে যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কের মুখে নিজেদের বাণিজ্য সামাল দিতে আগামী সপ্তাহে ভিয়েতনাম, কম্বোডিয়াসহ দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশ সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। যুক্তরাষ্ট্র ও চীনের এই কঠিন অবস্থার মধ্যে কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে বাংলাদেশ জিএসপি সুবিধা ফিরে পেলে আমাদের রপ্তানি খাত আরও বেশি প্রসারিত হবে।

অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক হারের চ্যালেঞ্জ মোকাবিলায় কিছু সুপারিশ করেন- ১. শুধু পোশাক খাতকেন্দ্রিক রপ্তানিনির্ভরতা না রেখে রপ্তানি পণ্যের বহুমুখিতা ও বৈচিত্র্য বাড়ানো এবং বিকল্প বাজার খুঁজে বের করা। ২. মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য কূটনীতি জোরদার করে সে দেশের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি অব্যাহত রাখা। ৩. মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য কূটনীতি বজায় রেখে আমদানি বাড়িয়ে তুলা, সয়াবিন, মেশিনারি, ঔষধ ও সেবা পণ্যের ওপর আমদানি শুল্ক কমালে তারা পাল্টা শুল্ক আরোপ থেকে সরে আসতে পারে। ৪. ৯০ দিনের স্থগিতাদেশের মেয়াদ শেষে রপ্তানি পণ্য যুক্তরাষ্ট্রে পৌঁছালে বা জাহাজীকরণ হলে রপ্তানির বিপরীতে স্থগিতকৃত শুল্ক সুবিধা প্রযোজ্য হবে কিনা তা স্পষ্ট করা। ৫. শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ দূরীকরণে দ্বন্দ্ব নিরসন ও শিল্প সহায়ক পরিবেশ নিশ্চিত করা। ৬. অনেক সময় রপ্তানিমূল্য সঠিক সময়ে দেশে আনা হয় না। রপ্তানিকারকদের সঠিক সময়ে রপ্তানি মূল্য দেশে আনতে উৎসাহিত করতে হবে। এতে একদিকে বৈদেশিক মুদ্রার প্রবাহ পাবে অন্যদিকে ঋণ খেলাপিও হ্রাস পাবে। ৭. পণ্য রপ্তানির ওপর ক্যাশ ইনসেনটিভ প্রদান নিয়ে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। রপ্তানিকারকদের ক্যাশ ইনসেনটিভ এর মত নগদ প্রণোদনা না দিয়ে গ্যাস, বিদ্যুৎ এ ভতুকি দেয়া যেতে পারে। এতে প্রণোদনার সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে এবং প্রকৃত রপ্তানিকারকরা প্রণোদনা পাবে। চীন এ ব্যবস্থা প্রবর্তন করে সফলতা পেয়েছে। ৮. আগামী নির্বাচনে ঋণখেলাপিদের মনোনয়ন না দেওয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গড়ে তোলা এবং নির্বাচনী ইশতিহারে তা উল্লেখ করা। ৯. বিল অফ এন্ট্রি ইস্যুর ক্ষেত্রে কাস্টমস কর্তৃপক্ষকে এবং আমদানিতে ফরেন কারেন্সি রিলিজ করার পূর্বে বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল ভূমিকা পালন করা।

ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক হারের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সক্ষম হবে’ শীর্ষক ছায়া সংসদে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকদের পরাজিত করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি বিতার্কিকরা বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, সুলতান আহমেদ ভূঁইয়া এফসিএ, সাংবাদিক দৌলত আক্তার মালা, ড. এসএম মোর্শেদ ও টিভি অনুষ্ঠান নির্মাতা কেএম মাহমুদ হাসান। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত’

দুর্দান্ত জোড়া গোল করে আল-নাসরের ত্রাতা রোনালদো

শোভাযাত্রায় মুখোশ পরে আসা যাবে না : ডিএমপি কমিশনার

ছক্কা-উইকেটে ফিলিস্তিনের শিশুদের পাশে মুলতান সুলতানস

বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধান উপদেষ্টা

নববর্ষে সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে : র‌্যাব মহাপরিচালক

জামায়াতে ইসলামীর গণসংযোগে আ.লীগের হামলা

জাল রুপিসহ কারবারি গ্রেপ্তার 

পাওয়ার চেয়ে বেশি হারালাম: লিটন

প্রেমিকের সঙ্গে অভিমান করে নদীতে ঝাঁপ দিলেন তরুণী

১০

মুক্তি পেলেন সাবেক ছাত্রদল নেতা জাকির খান

১১

ঠাকুরগাঁওয়ে কালবৈশা‌খীর সঙ্গে শিলাবৃষ্টি

১২

গাজার হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা

১৩

ইতিহাসের পাতায় লেখা থাকবে ‘মার্চ ফর গাজা’: ফিলিস্তিনের রাষ্ট্রদূত

১৪

বুলগেরিয়ার ভিসা পেতে ভারতে গিয়ে আটক ৭ বাংলাদেশি

১৫

দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত ২৫

১৬

দুপুরের মধ্যে হতে পারে তীব্র ঝড়

১৭

মিয়ানমারে আবারও ভূমিকম্প

১৮

নববর্ষ মানেই পান্তা, কিন্তু উপকারিতা কতটা?

১৯

ভারতের ওষুধ কোম্পানির গুদামে রাশিয়ার ড্রোন হামলা

২০
X