পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি কাট্টলি টেক্সটাইল লিমিটেড কর্তৃপক্ষের বিরুদ্ধে ২৫ কোটি ৪ লাখ টাকার তহবিল তছরুপের বিষয়টি খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (৯ এপ্রিল) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৫০তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কাট্টলি টেক্সটাইল লিমিটেড কর্তৃক কমপক্ষে ২৫ কোটি ৪ লাখ টাকার আইপিও তহবিল তছরুপের বিষয়টি দুদকে প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া কোম্পানিটিকে এক মাসের মধ্যে লিস্টিং ফি ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসিকে পরিশোধের নির্দেশ প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উক্ত সময়ের মধ্যে ফি পরিশোধে ব্যর্থ হলে কোম্পানির প্রত্যেক পরিচালককে ২ লাখ টাকার অর্থ দণ্ডে দণ্ডিত করা হবে।
বিএসইসি সূত্রে জানা গেছে, কাট্টলি ২০১৮ সালে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ৩৪ কোটি সংগ্রহ করেছিল। পাঁচ বছর পেরিয়ে গেলেও কোম্পানিটি আইপিও তহবিল ব্যবহারে ব্যর্থ হয়। আইপিও তহবিলের মাধ্যমে যন্ত্রপাতি ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ, বৈদ্যুতিক ট্রান্সফরমার স্থাপন এবং আইপিও খরচ বহন করার জন্য শেয়ারবাজার থেকে ৩৪ কোটি টাকা সংগ্রহ করেছিল তারা। ২০২০ সালের অক্টোবরের মধ্যে তহবিলটি ব্যবহার করার কথা ছিল কাট্টলির। কিন্তু ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত তারা আইপিও তহবিলের মাত্র ১৬ কোটি ৮৪ লাখ টাকা ব্যবহার করেছে।
কোম্পানিটির আইপিও তহবিল ব্যবহারে ব্যর্থতা জানতে ২০২৩ সালের ১৬ অক্টোবর তিন সদস্যের একটি কমিটি তদন্ত গঠন করে বিএসইসি। কমিটিতে ছিলেন বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ গোলাম কিবরিয়া, উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সহকারী মহাব্যবস্থাপক মাসুদ খান।
এদিকে মঙ্গলবার (৮ এপ্রিল) একই কমিশন সভা থেকে কাট্টলি টেক্সটাইলকে আগামী ১ মাসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) লিস্টিং ফি পরিশোধের নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। এই সময়ের মধ্যে ফি পরিশোধে ব্যর্থ হলে কোম্পানির প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র ও মনোনীত পরিচালক বাদে) ২ লাখ টাকার অর্থ দণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত হয়েছে।
দুই ব্রোকারেজ হাউজকে জরিমানা
কমিশনের একই সভা থেকে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করার অপরাধে পুঁজিবাজারের সদস্যভুক্ত দুই ব্রোকারেজ হাউজকে ১০ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। ব্রোকারেজ হাউজ দুটি হলো-শাহজাহান সিকিউরিটিজ লিমিটেড ও ডাইনেস্টি সিকিউরিটিজ লিমিটেড।
বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে শাহজাহান সিকিউরিটিজ লিমিটেডকে পাঁচ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া, বর্তমানে সমন্বিত গ্রাহক হিসাবে (সিসিএ) কোনো ঘাটতি না থাকলেও আগে ঘাটতি থাকায় ডাইনেস্টি সিকিউরিটিজ লিমিটেডকে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে ৫ লাখ টাকা জরিমানা করা সিদ্ধান্ত হয়েছে।
লঙ্কাবাংলা ফিক্সড ইনকাম ফান্ডের খসড়া ট্রাস্ট ডিড অনুমোদন
মঙ্গলবার (৮ এপ্রিল) একই সভা থেকে বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড লঙ্কাবাংলা ফিক্সড ইনকাম ফান্ডের খসড়া ট্রাস্ট ডিড অনুমোদন করেছে বিএসইসি। সংস্থার বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশন বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড লংকাবাংলা ফিক্সড ইনকাম ফান্ডের খসড়া ট্রাস্ট ডিড ও খসড়া ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট অ্যাগ্রিমেন্ট অনুমোদন প্রদান করেছে। ট্রাস্ট ডিডটি রেজি রেজিস্ট্রেশন অ্যাক্ট, ১৯০৮ এর অধীনে নিবন্ধন হওয়া সাপেক্ষে আলোচ্য মিউচ্যুয়াল ফান্ডের নিবন্ধন সনদ প্রদান করা হবে মর্মেও সিদ্ধান্ত গৃহীত হয়।
ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ২৫ কোটি টাকা এবং ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা। ফান্ডের সম্পদ ব্যবস্থাপক লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। ফান্ডের ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি।
মন্তব্য করুন