কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বিএসইসির কর্মকর্তা-কর্মচারীসহ অংশীজনদের নিয়ে ঈদ পুনর্মিলনী

আগারগাঁওয়ে বিএসইসির মাল্টিপারপাস হলে বিএসইসির অংশীজনদের নিয়ে ঈদ পুনর্মিলনী। ছবি : কালবেলা
আগারগাঁওয়ে বিএসইসির মাল্টিপারপাস হলে বিএসইসির অংশীজনদের নিয়ে ঈদ পুনর্মিলনী। ছবি : কালবেলা

প্রথমবারের মতো পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্মকর্তা-কর্মচারীসহ পুঁজিবাজারের অংশীজনদের নিয়ে ঈদ পুনর্মিলনী করেছে।

রোববার (৬ এপ্রিল) সকালে আগারগাঁওয়ে বিএসইসির মাল্টিপারপাস হলে ঈদুল ফিতর পরবর্তী বিএসইসির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী এবং পুঁজিবাজারের অংশীজন প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মোহসিন চৌধুরী, কমিশনার মো. আলী আকবর ও কমিশনার ফারজানা লালারুখসহ বিএসইসির সব গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এবারই প্রথমবারের মতো বিএসইসিতে ঈদ পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের শুরুতে বিএসইসির চেয়ারম্যান ও কমিশনাররা বিএসইসির সব গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং বিএসইসির নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

খন্দকার রাশেদ মাকসুদ অনুষ্ঠানে ঈদুল-ফিতরের নির্বিঘ্ন আনন্দময় উদযাপনের কথা উল্লেখ করে এবারের ঈদকে স্বস্তির ঈদ বলে মন্তব্য করেন। তিনি সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়টি উল্লেখ করেন এবং ওই বিষয়ে উত্তরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সর্বাত্বক চেষ্টা চলছে বলে উল্লেখ করেন। তিনি সাম্প্রতিক সময়ে রোহিঙ্গাদের পুনর্বাসনে সাফল্যের বিষয়টি দেশের জন্য বিরাট অর্জন ও খুশির সংবাদ বলে উল্লেখ করেন।

তিনি দেশ ও দেশের অর্থনীতির মঙ্গল কামনা করেন এবং বিএসইসির সব কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে দেশের অর্থনীতি ও কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের কথা বলেন। এসময় তিনি আগামীতে দেশের পুঁজিবাজার এর সংস্কার কার্যক্রম জোরদার করে পুঁজিবাজারকে আরও শক্তিশালী করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়াও বিএসইসির চেয়ারম্যান ও কমিশনাররা দেশের পুঁজিবাজারের অংশীজন প্রতিষ্ঠান ও সংগঠনসমূহের প্রতিনিধিদের সঙ্গে কমিশনের সভা কক্ষে এবং চেয়ারম্যানের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় ঢাকা স্টক এক্সেচেঞ্জ পিএলসির (ডিএসই) চেয়ারম্যান মো. মোমিনুল ইসলাম ও ভারপাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাত্বিক আহমেদ শাহসহ ডিএসইর বোর্ড সদস্যরা, চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জ পিএলসির (সিএসই) চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুর রহমান মজুমদারসহ সিএসইর বোর্ড সদস্যরা, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ভারপাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মোতালেবসহ সিডিবিএলের বোর্ড সদস্যরা, সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. ওয়াহিদ উজ জামান ও ভারপাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আ স ম খায়রুজ্জামানসহ সিসিবিএলের বোর্ড সদস্যরা, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রেসিডেন্ট মাজেদা খাতুন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সহ-সভাপতি সৈয়দ এম. আলতাফ হোসাইন, বিএসইসির গঠিত পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সদস্য বুয়েটের অধ্যাপক মো. মোস্তফা আকবর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আল আমিন এবং বিএসইসির গঠিত তদন্ত কমিটির সদস্য আর্থিক খাত বিশেষজ্ঞ ইয়াওয়ার সাইদ, এনবিআরের সাবেক সদস্য মো. শফিকুর রহমান ও ডেপুটি এটর্নি জেনারেল ব্যারিস্টার মো. জিশান হায়দারসহ দেশের পুঁজিবাজার সংশ্লিষ্ট অংশীজনদের আরও অনেকে উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলের কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

শেরপুরে ইউএনও-এসিল্যান্ডের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

ঢাকায় বিক্ষোভের ঘোষণা আজহারির

প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে প্রাণ গেল প্রেমিকের

‘স্বাধীনতা কনসার্ট’ / ডিএমপি কমিশনারের সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের সাক্ষাৎ 

কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, প্লাবিত হওয়ার শঙ্কা

‘আমেরিকার সহযোগিতায় ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল’

শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকে পুলিশে দিল গ্রাহকরা

মাছ ধরা নিয়ে দুপক্ষের গোলাগুলি, আহত ৪

‘মার্চ ফর গাজা’র প্রতি সংহতি জানিয়ে মাহমুদুল্লাহর ভিডিও বার্তা

১০

মার্চ মাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড করেছে নগদ

১১

তনু হত্যাকাণ্ড : ঘটনাস্থল পরিদর্শন করল তদন্ত দল

১২

ঢাবিতে ফিলিস্তিনের পক্ষে সংহতি সমাবেশে দুই শিক্ষার্থীকে মারধর

১৩

আশুলিয়ায় মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ 

১৪

বাবা-মা সেজে বিক্রির ৭ দিন পর শিশু উদ্ধার

১৫

আরসা প্রধান আতাউল্লাহকে কারাগারে পাঠানোর নির্দেশ

১৬

গাজার শাসনভার নিয়ে ফ্রান্সের নতুন বার্তা

১৭

পুকুর খননের সময় মিলল অর্ধগলিত মরদেহ

১৮

পিএসসির গাড়ি চালক আবেদ আলীর ফ্ল্যাট বাড়িসহ জমি জব্দ

১৯

ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার মধ্যে ড. ইউনূসকে জড়িয়ে গুজব 

২০
X