কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

‘পুঁজি রক্ষায়’ সোমবার বিনিয়োগকারীদের মহাসমাবেশ

বিসিএমআইএর সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
বিসিএমআইএর সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

পুঁজিবাজারে লুটতরাজ চলছে এমন অভিযোগ তুলে সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিলে প্রতিবাদ মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন (বিসিএমআইএ)। পুঁজিবাজারের বিনিয়োগকারীদের পুঁজি রক্ষায় এ মহাসমাবেশ করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।

শনিবার (১ ফেব্রুয়ারি) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে সারা দেশের সব বিনিয়োগকারীকে মহাসমাবেশে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের প্রধান মুখপাত্র মো. নূরুল ইসলাম মানিক, জ্যেষ্ঠ মুখপাত্র এসএম ইকবাল হোসেন এবং মুখপাত্র মো. ফরিদ আহমেদ। মহাসমাবেশে বিনিয়োগকারীদের অংশগ্রহণের আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, সোমবার দুপুর ২টায় ঢাকার মতিঝিলে ডিএসই ভবনের সামনে প্রতিবাদ মহাসমাবেশ হবে।

মহাসমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে- এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ, পুঁজিবাজার বিশ্লেষক মো. ফজলুল বারী এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা মো. দিদারুল আলম ভূঁইয়ার।

সংগঠনের প্রধান মুখপাত্র বলেন, বর্তমান পুঁজিবাজারে ৯৯ শতাংশ বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত। এসব বিনিয়োগকারীর পুঁজি রক্ষায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বর্তমান নেতৃত্ব কোনো ভূমিকা রাখছে না। বরং তারা যেন পুঁজিবাজার ধ্বংসের ষড়যন্ত্রে নেমেছে।

তিনি বলেন, আগামী সোমবার আমরা মহাসমাবেশ করব। এ সমাবেশে ব্রোকারেজ হাউসের কর্মী ও বিনিয়োগকারীরা যাতে অংশ না নেয়, সে হুমকি দিয়ে বিএসইসি থেকে চিঠি দেওয়া হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। সিনিয়র মুখপাত্র এসএম ইকবাল হোসেন বলেন, পুঁজিহারা বিনিয়োগকারীদের পুঁজি ফিরিয়ে আনার জন্য যা করার, যেখানে যাওয়ার- আমরা তাই করব।

তিনি আরও বলেন, পুঁজিবাজারে লুটতরাজ চলছে। ২০১০ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সবকিছু মেনে নিয়েছিলাম। কিন্তু ৫ আগস্টের পর নতুন আশা জাগে। বিনিয়োগকারীরা ভেবেছিল আওয়ামী লীগের আমলে যে লুটতরাজ হয়েছে, সবকিছু পুষিয়ে আমরা লাভের দিকে যাব। বিরাট পরিবর্তন হবে, এটাই আশা ছিল। সেটাই হচ্ছিল। তিন দিন বাজার ভালো ছিল। কিন্তু তারপর নিয়ন্ত্রক সংস্থায় এমন লোকদের দায়িত্ব দেওয়া হলো যারা বিনিয়োগকারীদের ধ্বংস থেকে আরও ধ্বংস করছেন। ২০১০ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যা হয়েছে, গত পাঁচ মাসে তার থেকে বেশি ক্ষতি হয়েছে। পাঁচ মাসে ৬৬ হাজার কোটি টাকা পুঁজিবাজার থেকে উধাও হয়ে গেছে। এর জবাব কে দেবে?

এসএম ইকবাল হোসেন বলেন, ৩ ফেব্রুয়ারি মহাসমাবেশ করার পর পরিস্থিতির উন্নতি না হলে আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেব। এর আগে কোনো স্মারকলিপি দেইনি। তবে বিএসইসির বর্তমান চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অর্থ উপদেষ্টার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। কিন্তু তিনি আমাদের সঙ্গে দেখা করেননি। বরং তিনি আমাদের চিঠি বিএসইসি চেয়ারম্যানের কাছে ফরোয়ার্ড করে দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন

রাষ্ট্র সংস্কারের মূল ভিত্তি ৩১ দফা : ব্যারিস্টার মানিক

বগুড়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সুরভির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রেমে সাড়া না পেয়ে স্কুলছাত্রীকে অপহরণ

মুন্সীগঞ্জে পুলিশ-ডাকাত দলের গুলি বিনিময়, আহত ২

বিবৃতি প্রত্যাখ্যান, তিতুমীর শিক্ষার্থীদের অনশন ‘চলবে’

বাকাএভের সভাপতি মাহবুব আলম, মহাসচিব তানভীর আহমেদ

সাইফউদ্দিন ইস্যুতে আকুকে সহযোগিতার আশ্বাস রংপুরের

গুলশান-১ সড়ক অবরোধ করলেন তিতুমীরের শিক্ষার্থীরা

১০

চসিকের উদ্যোগে বইমেলা শুরু

১১

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৭

১২

জগন্নাথ হলের সরস্বতী পূজায় থাকছে ৭৩ বিভাগ-ইনস্টিটিউটের মণ্ডপ

১৩

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে দুই যুবককে গুলি করে ‘হত্যা’

১৪

জাতীয় ও স্থানীয় নির্বাচনে সর্বশক্তি নিয়োগ করবে জামায়াত : এটিএম মাছুম

১৫

বাসস এমডিকে ডিইউজের ৭২ ঘণ্টার আলটিমেটাম

১৬

মুক্তি পেলেন ১৮৩ ফিলিস্তিনি

১৭

ফিক্সিং ইস্যুতে স্বাধীন তদন্ত কমিটি গঠনের পথে বিসিবি

১৮

ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে : নুর

১৯

পানিতে লাশের পাশে পড়েছিল মোটরসাইকেল

২০
X