নতুন বছরের শুরুতেই তৃতীয় দফায় দেশের বাজারে সোনার দাম বাড়ল। সপ্তাহের ব্যবধানে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম ভরিতে ১ হাজার ৩৬৫ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বুধবার (২৯ জানুয়ারি) রাতে বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ মূল্য বৃদ্ধির তথ্য জানায়।
এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।
নতুন মূল্যে আগামীকাল বৃহস্পতিবার থেকে এই মানের প্রতিভরি সোনা ১ লাখ ৪২ হাজার ৭৯১ টাকায় বিক্রি হবে। এক সপ্তাহ আগে গত ২৩ জানুয়ারি বাড়ানো হয়েছিল ১ হাজার ৯৮৩ টাকা। তার এক সপ্তাহ আগে ১৬ জানুয়ারি ১ হাজার ১৫৫ টাকা বাড়ানো হয়।
এ নিয়ে নতুন বছরে তিন দফায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৪ হাজার ৫০৩ টাকা বাড়ল।
তার আগে গত বছরের ৩০ ডিসেম্বর এই মানের সোনার দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা কমানো হয়েছিল। ২৩ ডিসেম্বর ভরিতে ১ হাজার ২৪৮ টাকা কমানো হয়। ১৯ ডিসেম্বর ২ হাজার ৮৮ টাকা বাড়ানো হয়েছিল; ১৫ ডিসেম্বর ১ হাজার ৭৭৩ টাকা কমানো হয়েছিল। ১২ ডিসেম্বর বাড়ানো হয় ১ হাজার ৮৭৮ টাকা।
এভাবে ওঠানামার মধ্যে দিয়েই শেষ হয়েছিল ২০২৪ সাল। গত বছরে মূল্যবান এই ধাতুর দর ৩৫ বার বেড়েছিল; কমেছিল ২৭ বার। তবে ২০২৫ সালের প্রথম মাস জানুয়ারিতে টানা বাড়ছে।
বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার থেকে দেশের বাজারে এক গ্রাম ২২ ক্যারেট সোনা কিনতে ১২ হাজার ২৪২ টাকা লাগবে। ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে প্রতিভরি কিনতে লাগবে ১ লাখ ৪২ হাজার ৭৯১ টাকা।
২১ ক্যারেটের প্রতিভরি সোনা কিনতে লাগবে ১ লাখ ৩৬ হাজার ৩০৫ টাকা। ১৮ ক্যারেটে লাগবে ১ লাখ ১৬ হাজার ৩০৫ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হবে ৯৬ হাজার ১৮ টাকায়।
বুধবার পর্যন্ত এক গ্রাম ২২ ক্যারেট সোনা কিনতে ১১ হাজার ১২৫ টাকা লেগেছে। প্রতিভরি কিনতে খরচ হয়েছে ১ লাখ ৪১ হাজার ৪২৬ টাকা।
২১ ক্যারেটের প্রতিভরি সোনা কিনতে লেগেছে ১ লাখ ৩৪ হাজার ৯৯৯ টাকা। ১৮ ক্যারেটে লেগেছে ১ লাখ ১৫ হাজার ৭১৯ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হয়েছে ৯৫ হাজার ৬২ টাকায়।
হিসাব বলছে, এক সপ্তাহের ব্যবধানে প্রতিভরি ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ১ হাজার ৩৬৫ টাকা। ২১ ক্যারেটের দাম বেড়েছে ১ হাজার ৩০৬ টাকা। ১৮ ক্যারেটের বেড়েছে ১ হাজার ১০৮ টাকা। সনাতন পদ্ধতির প্রতিভরির দাম বেড়েছে ৯৫৬ টাকা।
অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গত বছরের ৩১ অক্টোবর প্রতিভরি ২২ ক্যারেট সোনার দাম ১ লাখ ৪৩ হাজার ৪২৪ টাকায় উঠেছিল। এরপর থেকে ওঠানামা করছে।
এদিকে বিশ্ববাজারেও সোনার দর বেড়েছে। চড়তে চড়তে গত বছরের অক্টোবরের শেষ দিকে প্রতিআউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম প্রায় ২ হাজার ৮০০ ডলার হয়। সেই দর কমতে কমতে গত ১৫ নভেম্বর ২ হাজার ৫৫০ ডলারে নেমে এসেছিল।
মাঝে কয়েক দিন টানা বেড়ে ২ হাজার ৭০০ ডলার ছাড়িয়ে গিয়েছিল। তবে সেই সোনার দর ফের নিম্নমুখী হয়। গত কয়েক দিন ধরে আবার ঊর্ধ্বমুখী হয়েছে।
বুধবার রাত সাড়ে ৮টায় বিশ্ববাজারে প্রতিআউন্স সোনার দাম ছিল ২ হাজার ৭৫৭ ডলার ৭৬ সেন্ট।
২২ জানুয়ারি রাতে বাজুস যখন দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয়, তখন আন্তর্জাতিক বাজারে প্রতিআউন্স সোনার দাম ছিল ২ হাজার ৭৫৩ ডলার ৪৬ সেন্ট।
মন্তব্য করুন