কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ০৭:০৫ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

১৮ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৫ হাজার কোটি টাকা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চলতি বছরে জানুয়ারির প্রথম ১৮ দিনে প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১২০ কোটি ৬৮ লাখ ৮০ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ হাজার কোটি টাকা।

রোববার (১৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে জানুয়ারির ১৮ দিনে এসেছে ২৫ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫ কোটি ৯ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৯ কোটি ৩৩ লাখ ১০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৭ লাখ ২০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, জানুয়ারির এই ১৮ দিনে ৯টি ব্যাংক থেকে কোনো রেমিট্যান্স আসেনি। তার মধ্যে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকসহ কিছু বেসরকারি ও বিদেশি ব্যাংকও রয়েছে।

বাংলাদেশে ব্যাংক জানায়, ১২ থেকে ১৮ জানুয়ারি প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ৪৭ কোটি ২ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। জানুয়ারির ৫ থেকে ১১ তারিখ পর্যন্ত দেশে এসেছে ৫০ কোটি ৯৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর বছরের প্রথম ৪ দিনে ২২ কোটি ৬৭ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

২০২৪ সালে দেশে রেমিট্যান্স এসেছে ২ হাজার ৬৮৮ কোটি ৯১ লাখ মার্কিন ডলার। এর মধ্যে গত বছরের জানুয়ারিতে ২১১ কোটি ৩১ লাখ ৫০ হাজার, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৪৫ লাখ ৬০ হাজার, মার্চে ১৯৯ কোটি ৭০ লাখ ৭০ হাজার, এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ ৩০ হাজার, মে মাসে ২২৫ কোটি ৪৯ লাখ ৩০ হাজার, জুনে ২৫৩ কোটি ৮৬ লাখ, জুলাইতে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার, আগস্টে ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ৮ হাজার, নভেম্বরে ২১৯ কোটি ৯৫ লাখ ১০ হাজার ও ডিসেম্বরে এসেছে ২৬৩ কোটি ৮৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

এর আগে একক কোনো মাস হিসেবে ২০২৪ সালের ডিসেম্বরে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২ দশমিক ৬৪ বিলিয়ন ডলার বা ২৬৩ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ছিল ৩১ হাজার ৬৬৮ কোটি টাকার বেশি। অতীতে কখনোই একক কোনো মাসে এত পরিমাণ রেমিট্যান্স আসেনি। এরও আগে করোনাকালীন ২০২০ সালের জুলাইয়ে রেমিট্যান্স এসেছিল ২ দশমিক ৫৯ বিলিয়ন ডলার। ২০২৪ সালে বিজয়ের মাস ডিসেম্বরে সেই রেকর্ডও ভেঙে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলের জন্য চাকরি ছাড়েন দেশসেরা সুশোভনের মা

ড. ইউনূস সরকারের সমালোচনা করা একটি রিপোর্ট প্রত্যাহার ব্রিটিশ এমপিদের

জসীমের বিচারের দাবিতে কক্সবাজারে বিক্ষোভ মিছিল

ব্যাংকারদের জন্য কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা

গোপালগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত ৩০

ইসরায়েলি সেনাদের কাছে তিন জিম্মিকে হস্তান্তর

যুবদল নেতাকে কুপিয়ে জখম, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

মেসির ছেলেরা কি যুক্তরাষ্ট্রের জার্সিতে খেলবেন?

ঢাকায় বিশ্বমানের হাসপাতাল করতে চায় চীন

‘সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে নিরপরাধ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে গ্রেপ্তার অন্যায়’

১০

সাউথইস্ট ইউনিভার্সিটিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে আলোচনা

১১

পার্কে গিয়ে ধরা, ৮ জনের বিয়ে

১২

মুক্তিপণ দিয়েও বাবা-মা পেলেন ছেলের ‘মরদেহ’

১৩

শেখ হাসিনার আমলে বগুড়ায় উন্নয়নের ছোঁয়া পড়েনি : গিয়াস আহমেদ

১৪

কৃত্রিম সূর্য তৈরিতে আরেক ধাপ এগোলো চীন

১৫

আটক বিডিআর সদস্যদের মুক্তিসহ ৬ দফা দাবি বৈষম্যবিরোধী আন্দোলনের

১৬

মেক্সিকান সমর্থকদের বিশ্বকাপ নিয়ে খোঁচা দিলেন মেসি

১৭

মামলা না নেওয়ায় গুলশান থানার ওসি বরখাস্ত 

১৮

ঢাবির জুলাই স্মৃতি সংগ্রহশালায় যুক্ত হলো মুগ্ধ ও ফাইয়াজের ব্যবহৃত জিনিসপত্র

১৯

ছাত্রলীগ ভেবে জামায়াত নেতার মাছ লুটে নেন বিএনপি কর্মী

২০
X