কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ০৫:৫২ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ১০:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাজিল থেকে কম দামে আনা যেত গরুর মাংস, বাধা দিল কে?

বারিধারার একটি হোটেলে ব্রাজিল-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই) আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
বারিধারার একটি হোটেলে ব্রাজিল-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই) আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফারনান্দো দিয়াস ফেরেস বলেছেন, অনেকদিন ধরে ব্রাজিল থেকে বাংলাদেশে গরুর মাংস আমদানির কথা থাকলেও আগের সরকারের সময় আমলাতান্ত্রিক জটিলতা এবং সার্টিফিকেশন (সনদ) না পাওয়ার কারণে তা সম্ভব হয়নি।

তিনি বলেন, আমি বিগত সরকারের সময় এ বিষয়ে তৎকালীন বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। প্রথমে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে যাওয়ার পর সেখান থেকে অনুমতি নেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে গিয়েছিলাম। বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আসা কর্মকর্তারা বাংলায় নানা নীতিমালা দেন। শেষ পর্যন্ত গরুর মাংস আমদানির অনুমতি পাওয়া যায়নি।

বুধবার (৮ জানুয়ারি) রাজধানীর বারিধারার একটি হোটেলে ব্রাজিল-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই) আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রপ্তানিযোগ্য পণ্যের প্রচার, বাজার বৈচিত্র্যকরণ, দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদার এবং লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে নেটওয়ার্কিং সহজ করার লক্ষ্যে বিবিসিসিআই চলতি বছরের ১৫-১৮ জুন ব্রাজিলের সাও পাওলোতে প্রথমবারের মতো ‘মেড ইন বাংলাদেশ এক্সপো-২০২৫’ আয়োজন করতে যাচ্ছে। এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়াজন করা হয়।

বিবিসিসিআইয়ের সহসভাপতি মো. সাইফুল আলমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিবিসিসিআই মহাসচিব মো. জয়নাল আবেদিন।

রাষ্ট্রদূত পাওলো ফারনান্দো দিয়াস ফেরেস বলেন, বাংলাদেশে প্রতি কেজি গরুর মাংসের দাম যদি ৫ ডলার হয়, ব্রাজিলে তা ৫ সেন্ট। এই এক্সপোর মাধ্যমে কেবল বাংলাদেশি পণ্য ব্রাজিলে প্রদর্শিতই হবে না, বরং টেকনোলজি ট্রান্সফারের সুযোগ সৃষ্টি হবে। বাংলাদেশে একটি গরু দিনে ৫ কেজি দুধ দেয়, কিন্তু ব্রাজিলের একটি গরু দিনে ৪৫ কেজি দুধ দেয়। আমরা বাংলাদেশে প্রযুক্তি সহায়তা করতে পারি, যার মাধ্যমে বাংলাদেশের আমিষের চাহিদা পূরণ হবে। তবে এজন্য ব্যক্তিখাত এগিয়ে আসতে হবে।

স্বাগত বক্তব্যে সাইফুল আলম বলেন, ব্রাজিলের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য প্রতিযোগিতামূলক নয় বরং সহায়তামূলক। ব্রাজিল থেকে বাংলাদেশে আমদানি হয় তিন বিলিয়ন মার্কিন ডলার, কিন্তু বাংলাদেশ থেকে ব্রাজিলে রপ্তানি মাত্র এক বিলিয়ন মার্কিন ডলার।

ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত ‘মেড ইন বাংলাদেশ প্রদর্শনী-২০২৫’ বাণিজ্য বৃদ্ধিতে সহায়তা করবে। বাংলাদেশি আমদানিকারকদের পাশাপাশি রপ্তানিকারকদের জন্য নতুন বাজারে প্রবেশ এবং তাদের ব্যবসাকে বিশ্বব্যাপী উন্নীত করার সুযোগ সৃষ্টি হবে। বাংলাদেশি প্রায় ১০০ থেকে ১৫০ জন ব্যবসায়ী প্রতিনিধি এক্সপোতে স্টল দিয়ে অংশগ্রহণ করবেন।

বাংলাদেশি আমদানিকারকদের জন্য ব্রাজিলে ব্যবসায়িক জোট গড়ে তোলার পাশাপাশি সয়াবিন, চিনি এবং শিল্প যন্ত্রপাতির মতো উচ্চমানের পণ্য অন্বেষণের সুযোগ সৃষ্টি হবে এই এক্সপোর মাধ্যমে।

মো. জয়নাল আবেদিন এক্সপো সম্পর্কে বিস্তারিত তুলে ধরে বলেন, ৩১ জানুয়ারি পর্যন্ত আগাম নিবন্ধন খোলা থাকবে। অংশগ্রহণকারী প্রদর্শকদের জন্য রেজিস্ট্রেশন ফি চার হাজার ডলার, আর বিটুবি নেটওয়ার্কিংয়ের মাধ্যমে অংশগ্রহণকারীদের জন্য এই ফি এক হাজার ডলার। ব্রাজিলে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ফার্মাসিটিক্যালস, পাট ও পাটজাত পণ্য রপ্তানির পাশাপাশি ব্রাজিল থেকে মিনারেল, ফুয়েল, অয়েল, বিফ, পোল্ট্রি, আমদানি করা যেতে পারে। বাণিজ্যের পাশাপাশি ব্রাজিলের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে পারবেন এই এক্সপোর মাধ্যমে।

অনুষ্ঠানে ঢাকাস্থ ব্রাজিল দূতাবাসের ডেপুটি হেড অব মিশন লিওনার্দো ডি অলিভেইরা, কৃষি অ্যাটাশে সিল্ভিও লুইজ রদ্রিগেজ টেস্টাসেক্কা এবং বিশিষ্ট ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে শীতের দাপট, একদিনে তাপমাত্রা কমেছে ৫ ডিগ্রি

সৌদিতে প্রবল বৃষ্টি, মক্কা-মদিনায় রেড অ্যালার্ট জারি

রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন

খাগড়াছড়িতে অস্ত্রসহ ২ সন্ত্রাসী গ্রেপ্তার

সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে অনিশ্চয়তা

অন্ধরাও কি স্বপ্ন দেখেন?

হিমেল বাতাসের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কুড়িগ্রামে শীতের দাপট

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি

ইসরায়েলের নতুন মানচিত্র প্রকাশ, সার্বভৌমত্বের অস্তিত্ব নেই ৪ দেশের

খালেদা জিয়ার চিকিৎসক প্যাট্রিক কেনেডির পরিচয়

১০

ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২

১১

শৈত্যপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা, হাড় কাঁপানো শীতে জবুথবু জনজীবন

১২

জুলাই আন্দোলনে গ্রেপ্তার মুক্তিযোদ্ধার বয়স এজাহারে ৩২

১৩

সাঁওতাল নারীকে মারধরের মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

১৪

‘জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল’ গঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

১৫

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?

১৬

ছাত্র আন্দোলনে হামলায় ইউপি চেয়ারম্যান রুয়েল গ্রেপ্তার

১৭

বিল দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫০

১৮

আড়ংয়ে চাকরির সুযোগ

১৯

০৯ জানুয়ারি : ইতিহাসের এই দিনে

২০
X