বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার বাড়ছে থাইল্যান্ডে, কমছে ভারতে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশে যেমন রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, তেমনি বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহারেও এসেছে পরিবর্তন। ধীরে ধীরে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার থাইল্যান্ডে বাড়ছে। বিপরীতে ভারতে বাংলাদেশের ক্রেডিট কার্ড ব্যবহার কমছে।

ক্রেডিট কার্ডে দেশে-বিদেশে লেনদেন সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহারে যুক্তরাষ্ট্র রয়েছে প্রথম স্থানে। এটি আগেও ছিল। তবে দ্বিতীয় স্থানে পরিবর্তন এসেছে। আগে দ্বিতীয় স্থানে ছিল ভারত। অক্টোবরে দ্বিতীয় স্থানে উঠে এসেছে থাইল্যান্ড। দেশটিতে ১ মাসের ব্যবধানে ক্রেডিট কার্ডে বাংলাদেশিদের খরচ বেড়েছে ১৬ কোটি টাকা। তৃতীয় অবস্থানে নেমে গেছে ভারত। আর চতুর্থ অবস্থানে উঠে এসেছে সিঙ্গাপুর।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, দেশের বাইরে গিয়ে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে বিভিন্ন সেবা ও পণ্য কিনে চলতি বছরের অক্টোবর মাসে ৪৯৮ কোটি ৯০ লাখ টাকা খরচ করেছেন। অন্যদিকে বিদেশিরা বাংলাদেশে ১২৯ কোটি টাকার লেনদেন করেছেন ক্রেডিট কার্ডে।

আগে বাংলাদেশিদের একটি বড় অংশ প্রতি মাসে ভারতে ভ্রমণ ও চিকিৎসার জন্য যেতেন এবং দেশটিতে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি অর্থ খরচ করতেন। কিন্তু দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহারে আমূল পরিবর্তন এসেছে। গত সেপ্টেম্বরে থাইল্যান্ডে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে খরচ করেছিলেন ৪২ কোটি টাকা। অক্টোবরে এ খরচ একলাফে বেড়ে দাঁড়ায় ৫৭ কোটি টাকায়। ফলে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহারে দ্বিতীয় স্থানে উঠে আসে দেশটি। সেপ্টেম্বরেও দ্বিতীয় অবস্থানে ছিল ভারত। অক্টোবরে ক্রেডিট কার্ডে ভারতে বাংলাদেশিদের ব্যয় তৃতীয় স্থানে চলে গেছে।

খাত সংশ্লিষ্টরা বলছেন, আগস্টের পট পরিবর্তনের পর বাংলাদেশিদের জন্য ভ্রমণ-চিকিৎসাসহ অন্যান্য ভিসায় কড়াকড়ির আরোপ করেছে ভারত। যার কারণে দেশটিতে বাংলাদেশিদের ভ্রমণ উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। ফলে দেশটিতে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহারও কমে গেছে। এখন চিকিৎসা ও ভ্রমণের জন্য ভারতের পরিবর্তে থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে বেছে নিচ্ছেন বাংলাদেশিরা। এতে করে এসব দেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহারও বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত অক্টোবরে দেশে-বিদেশে ক্রেডিট কার্ডের ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে। দেশের অভ্যন্তরে এক মাসের ব্যবধানে ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে ১৯৭ কোটি টাকা বা প্রায় সাড়ে ৭ শতাংশ। আর বিদেশে খরচ বেড়েছে ৭৮ কোটি টাকা বা সাড়ে ১৮ শতাংশের বেশি।

তথ্য বলছে, গত অক্টোবরে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডে খরচ করা হয়েছে ২ হাজার ৮৬৬ কোটি টাকা। গত সেপ্টেম্বরে যার পরিমাণ ছিল ২ হাজার ৬৬৯ কোটি টাকা। আর অক্টোবরে বিশ্বের বিভিন্ন দেশে ক্রেডিট কার্ডে বাংলাদেশিরা খরচ করেছেন ৪৯৯ কোটি টাকা। সেপ্টেম্বরে যার পরিমাণ ছিল ৪২১ কোটি টাকা। বিদেশে বাংলাদেশি ক্রেডিট কার্ডের সর্বোচ্চ ব্যবহার এখন যুক্তরাষ্ট্রে। অক্টোবরে দেশটিতে খরচ হয়েছে ৮৪ কোটি টাকা, সেপ্টেম্বরে যার পরিমাণ ছিল ৭৭ কোটি টাকা। সেই হিসাবে এক মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে ৭ কোটি টাকা বা সোয়া ৮ শতাংশের বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে বিদেশে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে যত অর্থ খরচ করেন, তার ২৮ শতাংশের বেশি বা প্রায় এক-তৃতীয়াংশ খরচ হয় যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডে। অক্টোবরে বিদেশে খরচ হওয়া ৪৯৯ কোটি টাকার মধ্যে ১৪১ কোটি টাকায় খরচ হয়েছে এই দুই দেশে। ক্রেডিট কার্ডে খরচের দিক থেকে তৃতীয় স্থানে ছিল ভারত। দেশটিতে অক্টোবরে বাংলাদেশিরা খরচ করেছেন ৫৪ কোটি টাকা, যা আগের মাসের চেয়ে চার কোটি টাকা বেশি।

বিদেশে ক্রেডিট কার্ডে খরচের দিক থেকে থাইল্যান্ডের পর বড় প্রবৃদ্ধি হয়েছে সিঙ্গাপুরে। দেশটিতে অক্টোবরে বাংলাদেশিরা খরচ করেছেন ৪৩ কোটি টাকা, সেপ্টেম্বরে যার পরিমাণ ছিল ৩০ কোটি টাকা। সেই হিসাবে এক মাসের ব্যবধানে দেশটিতে ক্রেডিট কার্ডে খরচ ১৩ কোটি টাকা বেড়েছে।

এদিকে ক্রেডিট কার্ড থেকে নগদ অর্থ উত্তোলন বেড়ে গেছে। সেপ্টেম্বরে নগদ তোলার পরিমাণ ছিল ৩৮ কোটি টাকা। অক্টোবরে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ কোটি ৮০ লাখ টাকা। বিভিন্ন ধরনের কার্ডের মধ্যে বেশি ব্যবহৃত হচ্ছে ভিসা কার্ড। কারণ এ কার্ড স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক অঙ্গনে ব্যবহার করা যায়। এরপরই রয়েছে মাস্টার কার্ড, ইউনিপে, অ্যামেক্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় ভুটানের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতারা

বিজয় দিবস উপলক্ষে ক্যালিফোর্নিয়া বিএনপির আলোচনা সভা

‘নির্ধারিত সময়ের মধ্যেই শ্রম সংস্কার সুপারিশ প্রণয়ন করতে পারব’

আদানির বিদ্যুৎ আমদানি বাংলাদেশে এক তৃতীয়াংশ কমেছে

মুফতি সাঈদকে অপহরণের অভিযোগ

চিকিৎসা নিতে যাওয়া হলো না মোমেনার

যে কারণে ১৭ দিন বন্ধ থাকবে কোচিং সেন্টার

ফসলি জমির টপ সয়েল কেটে রাস্তার কাজ!

তাহেরীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

সিলেটে ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা গ্রেপ্তার

১০

ক্যাডার বহির্ভূত ১৫ কর্মকর্তা হলেন সহকারী সচিব

১১

ভারতীয় রুপির দাম সর্বকালের সর্বনিম্নে, জানা গেল কারণ

১২

ফের সময় বাড়ল হজযাত্রী নিবন্ধনের

১৩

রাবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মনোবিজ্ঞান বিভাগ

১৪

জবির ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে রাকিব ও রাব্বি

১৫

মাটিভর্তি ডাম্পার গাড়ি ফেলে পালাল পাচারকারীরা

১৬

বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার বাড়ছে থাইল্যান্ডে, কমছে ভারতে

১৭

দক্ষিণ এশিয়ার যুব সম্মেলনে বাংলাদেশের পতাকা ওড়ালেন আলফি

১৮

এক বোতল কোক জীবন থেকে কেড়ে নেয় ১২ মিনিট : গবেষণা

১৯

মাছ ধরা নিয়ে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে আহত ১৫

২০
X