কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

মিউচুয়াল ফান্ড পুঁজিবাজারের সম্মুখভাগে থাকা উচিত : বিএসইসি চেয়ারম্যান

বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। ছবি : কালবেলা
বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। ছবি : কালবেলা

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, মিউচুয়াল ফান্ড খাত পুঁজিবাজারের সম্মুখভাগে থাকা উচিত কারণ এটি পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীদের জন্য ভালো বিকল্প হিসেবে কাজ করে।

তিনি বলেন, মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ দক্ষ ও অভিজ্ঞ ফান্ড ম্যানেজারদের মাধ্যমে পুঁজিবাজারে আসে; যার ফলে বিনিয়োগকারীদের বিনিয়োগ লাভজনক হওয়ার সম্ভবনা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি তাদের বিনিয়োগ অধিক সুরক্ষা পায়।

সোমবার (২৫ নভেম্বর) বিএসইসি ভবনে অনুষ্ঠিত ‘ডেভেলপিং দ্য মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএসইসি চেয়ারম্যান বলেন, দেশের মিউচুয়াল ফান্ড খাতকে যথাযথভাবে গঠন করতে না পারলে পুঁজিবাজার আগামীতে সামনে আগাতে পারবে না। পুঁজিবাজার ও মিউচুয়াল ফান্ড খাতের সমস্যা ও প্রতিবন্ধকতাসমূহ দূর করতে এবং এক্ষেত্রে টেকসই সমাধান ও উন্নয়নের লক্ষ্যে বিএসইসি কাজ করছে।

তিনি জানান, বিএসইসি মিউচুয়াল ফান্ড খাতের উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সবধরণের সহায়তা দিতে ইচ্ছুক। এ ছাড়া দেশের মিউচুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠানগুলোকে নিজেদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে সংঘবদ্ধভাবে কাজ করার উপর খাত সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ড খাতের সংস্কার ও উন্নয়নের জন্য সংশ্লিষ্ট সকলকে একসাথে একযোগে একই লক্ষ্যে বিশ্বাসের সাথে কাজ করে যাওয়ার আহ্বান জানান বিএসইসি চেয়ারম্যান।

সভায় পুঁজিবাজারে কর্মরত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিসমূহের শীর্ষ প্রতিনিধিবৃন্দ দেশের পুঁজিবাজারের মিউচুয়াল ফান্ড খাতের বর্তমান পরিস্থিতি ও সংস্কারসহ অন্যান্য সংশ্লিষ্ট বিষয় নিয়ে তাদের মতামত এবং প্রস্তাবনা তুলে ধরেন। স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং সুশাসন নিশ্চিতের মাধ্যমে মিউচুয়াল ফান্ড খাতের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে মিউচুয়াল ফান্ড খাতে বিনিয়োগ প্রক্রিয়া সহজীকরণ, পুঁজিবাজারের বিদ্যমান বিভিন্ন রুলস ও রেগুলেশনের প্রয়োজনীয় সংস্কার আনয়ন ও যুগোপযোগীকরণ, বহুজাতিক কোম্পানিসহ ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির পুঁজিবাজারে তালিকাভুক্তির উদ্যোগ গ্রহণ, পুঁজিবাজারকে বিনিয়োগবান্ধব করতে বিভিন্ন ধরণের সুযোগ-সুবিধা বৃদ্ধি, মিউচুয়াল ফান্ড খাতে সংশ্লিষ্ট করের ক্ষেত্রে সংস্কার আনয়ন, বিনিয়োগ শিক্ষার মাধ্যমে মিউচুয়াল ফান্ড প্রসারে উদ্যোগ গ্রহণ, বিদেশী বিনিয়োগকারীদের বিনিয়োগে আকৃষ্টকরণের জন্য তাদের মুনাফা এবং মূলধনী লাভসহ বিনিয়োগের প্রত্যাবাসন সহজীকরণ, মিউচুয়াল ফান্ড খাতের প্রচার বৃদ্ধির মাধ্যমে এই খাতের জনপ্রিয়তা বৃদ্ধি, প্রশিক্ষণসহ প্রয়োজনীয় উদ্যোগের মাধ্যমে এই খাত সংশ্লিষ্টদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি, মিউচুয়াল ফান্ড খাতের জন্য নীতিসহায়তা প্রদান এবং নীতি সম্পৃক্ত সংস্কারের জন্য সংশ্লিষ্ট সরকারী প্রতিষ্ঠান ও সংস্থার (বিশেষত বাংলাদেশ ব্যাংক, এনবিআর, বিএসইসি) সমন্বিত উদ্যোগ ও পদক্ষেপ গ্রহণ, বিনিয়োগকারীদের সচেতনতা ও আস্থা বৃদ্ধিতে উদ্যোগ গ্রহণ ইত্যাদি প্রস্তাবনা উত্থাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার মোহসিন চৌধুরী, আলী আকবর, ফারজানা লালারুখ। এ ছাড়া বিএসইসির অন্যান্য কর্মকার্তারা এবং দেশের পুঁজিবাজারে কর্মরত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিসমূহের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রসমাজের ভূমিকা শক্তিশালী করে গড়ে তোলার আহ্বান

কোটালিপাড়ায় শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের মতবিনিময়

জাতীয় পর্যায়ে শুরু হলো সমতায় তারুণ্য প্রকল্প

রিয়ালের গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে ইনজুরিতে ভিনি

ভাতিজাকে সভাপতি বানিয়ে টাকা আত্মসাৎ কলেজ অধ্যক্ষের

সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলে নতুন সিদ্ধান্ত

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

রাস্তায় নয়, ন্যায্য দাবি নিয়ে আমার কাছে এসো : শিক্ষা উপদেষ্টা  

চিন্ময়কে গ্রেপ্তারের প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ

সোহরাওয়ার্দীর পর কবি নজরুল কলেজ বন্ধ ঘোষণা

১০

বিএনপিই পারে আওয়ামী লাঠিয়ালদের মোকাবিলা করতে : আবদুস সালাম

১১

রাতে সমন্বয়কদের সঙ্গে বৈঠকে বসছে তিন কলেজ

১২

ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ঢাবির ১৫ শিক্ষার্থী

১৩

ঢাবি ছাত্রীদের আন্তঃহল ক্রিকেট প্রতিযোগিতা শুরু

১৪

বাংলাদেশ ইউনিভার্সিটিতে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ

১৫

বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস

১৬

হয়তো সরকার বিশেষ মহলকে ভয় করছে : সেলিম উদ্দিন

১৭

আন্দোলনে নিহত ছাত্রের মরদেহ ১১২ দিন পর উত্তোলন

১৮

তুচ্ছ ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের উদ্বেগ

১৯

ইতিহাসের শীর্ষতম ধনী হয়ে উঠেছেন ইলন মাস্ক

২০
X