কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ০৭:২৯ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ঔষধখাতে বিনিয়োগ করতে চায় আর্জেন্টিনা

আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা’র সঙ্গে ডিসিসিআই’র নেতারা। ছবি : সংগৃহীত
আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা’র সঙ্গে ডিসিসিআই’র নেতারা। ছবি : সংগৃহীত

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আশরাফ আহমেদ আর্জেন্টিনার ব্যবসায়ীদের বাংলাদেশে ঔষধ ও ‘অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই)’ শিল্পে যৌথ বিনিয়োগের মাধ্যমে এ খাতে সরকার প্রদত্ত প্রণোদনা সুবিধা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা’র সঙ্গে রোববার (১০ নভেম্বর) রাজধানীর ডিসিসিআই গুলশান সেন্টারে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক আলোচনায় ডিসিসিআই সভাপতি এ আহ্বান জানান।

আশরাফ আহমেদ বলেন, সম্প্রতি বাংলাদেশে আর্জেন্টিনার স্থায়ী মিশনের কার্যক্রম চালুর মাধ্যমে দুদেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ৬৭৮.৭৮ মিলিয়ন মার্কিন ডলার। এরমধ্যে বাংলাদেশের আমদানি-রপ্তানির পরিমাণ ছিল যথাক্রমে ৬৬৩.৩৪ ও ১৪.৫৫ মিলিয়ন মার্কিন ডলার, যা আশানুরূপ নয় বলে তিনি জানান।

বাংলাদেশ থেকে আরও বেশি হারে তৈরি পোশাক পণ্যের পাশাপাশি পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, ওষুধ এবং প্লাস্টিক পণ্য আমদানির জন্য আর্জেন্টিনার উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান ডিসিসিআই সভাপতি।

এ ছাড়াও বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও চামড়াজাত পণ্য আর্জেন্টিনায় রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান উচ্চহারে ট্যারিফ হ্রাসকরণে আর্জেন্টিনার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবেচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, তথ্য-প্রযুক্তি খাতে বাংলাদেশ দ্রুত উন্নতি করছে, এমতাবস্থায় বাংলাদেশ হতে সফটওয়্যার এবং এখাতে দক্ষ মানবসম্পদ নেওয়ার প্রস্তাব করেন।

এ ছাড়াও তিনি উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে ভার্চুয়াল প্লার্টফমে নিয়মিত বিটুবি (বিজনেস টু বিজনেস) ম্যাচ-মেকিং আয়োজনের প্রস্তাব করেন, যাতে করে দুদেশের ব্যবসীরা একে অপরের বাজার সম্পর্কিত তথ্য ও চাহিদা সম্পর্কে অবগত হতে পারে। আর্জেন্টিনার উদ্যোক্তারা বাংলাদেশের বাজার অথবা নিদিষ্ট কোনো পণ্যের সম্ভাবনা সম্পর্কিত তথ্য জানতে ঢাকা চেম্বারের বাণিজ্যিক গবেষণার সহায়তা নিতে পারে বলে রাষ্ট্রদূতকে তিনি অবহিত করেন।

আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বলেন, দ্বিপাক্ষিক ব্যবসা ও বিনিয়োগের প্রচুর সম্ভবানা থাকা সত্ত্বেও প্রধানত দুদেশের ব্যবসায়ীদের যোগাযোগের অভাবের কারণে তা কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি।

তিনি বলেন, দক্ষিণ আমেরিকা অঞ্চলের দেশগুলোতে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগরে ‘হাব’ হিসেবে আর্জেন্টিনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

দক্ষিণ আমেরিকার ৪টি দেশ (আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, প্যারাগুয়ে) নিয়ে ‘মারকোসার’ অর্থনৈতিক জোট গঠন করা হয়েছে, যারা নিজেদের মধ্যকার পণ্য আমদানি-রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা ভোগ করে থাকে, এ সুবিধা গ্রহণ করতে তিনি বাংলাদেশের উদ্যোক্তাদের আর্জেন্টিনায় বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান।

এ ছাড়াও তিনি ডিসিসিআই’র পক্ষ হতে একটি বাণিজ্য প্রতিনিধিদল প্রেরণের আহ্বান জানান, যাতে তারা সেদেশের বাজারের সম্ভাবনা খুঁজে পেতে বাংলাদেশি উদ্যোক্তারা সক্ষম হন। সেই সাথে রাষ্ট্রদূত ঢাকা চেম্বারকে আর্জেন্টিনার প্রধান চেম্বার ও এসোসিয়েশনের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরেরও প্রস্তাব দেন।

ডিসিসিআই সিনিয়র সহ-সভাপতি মালিক তালহা ইসমাইল বারী, সহসভাপতি মো. জুনায়েদ ইবনে আলী এবং বাংলাদেশে আর্জেন্টিনা দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ম্যাক্সিমিলিয়ানো রোমানেলো এ সময় উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ প্রত্যাহার

জানা গেল ‘উই আর নাহিদ’ হ্যাশট্যাগের কারণ 

সাবেক মেয়র আতিক ৫ দিনের রিমান্ডে

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার কী পরিস্থিতি?

ইউএস-বাংলা এয়ারলাইন্সে অফিসার পদে চাকরির সুযোগ

ড. ইউনূস ওয়ার্ল্ড লিডারস অ্যাকশন সামিটে ভাষণ দেবেন আজ

যুব মহিলা লীগ নেত্রীর ফোনালাপ ফাঁসের ঘটনায় যুবদল নেতাকে শোকজ

যুক্তরাষ্ট্রের মন্ত্রী হতে যাচ্ছেন ইলন মাস্ক

ডিএমপির ৫ থানায় নতুন ওসি

১০

ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণকারী সন্ত্রাসী রনি গ্রেপ্তার

১১

ক্ষমতা হারানোর শঙ্কায় জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ

১২

তাড়াতাড়িই বাড়ি ফেরার কথা বলেছিল সাহাদাত, ফিরেছে লাশ হয়ে

১৩

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস

১৪

মোটরসাইকেল-নসিমন সংঘর্ষে দুই মাদ্রাসাছাত্র নিহত

১৫

পুলিশের ঊর্ধ্বতন ২৮ কর্মকর্তাকে বদলি

১৬

আজ ১৩ নভেম্বর, ইতিহাসের এই দিনে কী ঘটেছিল

১৭

১৩ নভেম্বর : আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা

১৮

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৯

১৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

২০
X