কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

রমজানের জন্য চিনি-ছোলা-তেল আমদানির অনুমতি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আসন্ন রমজান এবং স্থানীয় চাহিদা মেটাতে এলএনজি, সার, সয়াবিন তেল, চিনি ও ছোলা আমদানির কয়েকটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার (৩০ অক্টোবর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির (এসিসিজিপি) সভায় এ-সংক্রান্ত কয়েকটি ক্রয় প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে ড. সালেহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোনো ঘাটতি হতে দেবে না অন্তর্বর্তী সরকার।

তিনি বলেন, বাজারে যাতে কোনো ঘাটতি না থাকে সেজন্য আমরা ৪টি পণ্য আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছি।

তিনি বলেন, আগামী রমজানকে সামনে রেখে ছোলা আমদানির অনুমোদন দিয়েছে সরকার। শিগগিরই আমরা একই কারণে আমদানির দিকে যাব।

তিনি আরও বলেন, আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা চেষ্টা করব এসব নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে, যাতে মানুষের ভোগান্তি না হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পৃথক দুটি প্রস্তাব অনুযায়ী, রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোবাংলা লিমিটেড টেন্ডারের মাধ্যমে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে দুটি কার্গো এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানি করবে।

যুক্তরাষ্ট্রভিত্তিক এক্সিলারেট এনার্জি এলপি ৬৮৬ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে ৩৩ লাখ ৬৬ হাজার এমএমবিটিইউ (মিলিয়ন ব্রিটিশ থারমাল ইউনিট) সমন্বিত একটি এলএনজি কার্গো সরবরাহ করবে।

একই কোম্পানি ৬৬৯ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে একই পরিমাণের আরেকটি কার্গো সরবরাহ করবে, প্রতিটি এমএমবিটিই’র মূল্য ১৪ টাকা ৬৫ পয়সা পড়বে। বাণিজ্য মন্ত্রণালয়ের ৩টি পৃথক প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।

বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগী প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ১০১ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে ১০ হাজার টন ছোলা আমদানি করবে। এর মধ্যে অস্ট্রেলিয়ার ডিএসএল প্যাসিফিক প্রাইভেট লিমিটেড থেকে ৪ হাজার টন এবং অস্ট-গ্রান্ট পিটিওয়াই লিমিটেড ৬ হাজার টন ছোলা সরবরাহ করবে।

টিসিবি সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) স্থানীয় বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেড থেকে ৫৩ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে ৩২ লাখ ৬০ হাজার লিটার সয়াবিন তেল কিনবে।

টিসিবি স্থানীয় সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৬০ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে ৫ হাজার টন চিনি কিনবে। এতে প্রতি কেজি চিনির দাম পড়বে ১২০ টাকা ৯২ পয়সা।

শিল্প মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রস্তাবেও অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটি।

এর মধ্যে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কাতারের মুনতাজার থেকে ১৩১ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে ৩০ হাজার টন বাল্ক দানাদার ইউরিয়া সার আমদানি করবে। এতে প্রতি টনের মূল্য পড়বে ৩৬৬ মার্কিন ডলার।

বিআইসিআই সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ১৩৭ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে আরও ৩০ হাজার টন বাল্ক দানাদার ইউরিয়া আমদানি করবে। এতে প্রতি টনের দাম পড়বে ৩৮২ দশমিক ৬৭ মার্কিন ডলার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন’

‘ফুল টাইম’ প্রশাসক পাচ্ছে সিটি করপোরেশন

রাষ্ট্র পরিচালনার মেয়াদ ৪ বছর হওয়া উচিত : স্থানীয় সরকার উপদেষ্টা

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তারের খবরে শ্রীমঙ্গলে আনন্দ মিছিল

রাজবাড়ীতে বিএনপি অফিস ভাঙচুর

ডি-৮ সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ পেলেন ড. ইউনূস

জাবিতে শিবিরবিরোধী মিছিলকারীদের শিবিরের অভিনন্দন!

হাসপাতালের সামনে চিকিৎসার অভাবে মারা গেলেন অজ্ঞাত ব্যক্তি

৩০০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন কং-রে

সিন্ডিকেট ভাঙতে বরিশালে ন্যায্যমূল্যের দোকান

১০

১৭ বছর শিকলবন্দি হোসেন আলী, তদন্তে মানবাধিকার কমিশন 

১১

চট্টগ্রামে জুস ফ্যাক্টরিতে আগুন নিয়ন্ত্রণে

১২

বুড়িগঙ্গা দূষণে ৪০ শতাংশ দায়ী ২৫১ পয়োনিষ্কাশন লাইন

১৩

মিরপুরে সাকিবের খেলতে না পারা নিয়ে বিসিবি সভাপতির মন্তব্য

১৪

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৫

এক পরিবর্তন নিয়ে সাফের ফাইনালে নামছে বাংলাদেশ

১৬

চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় দিনেও প্রোটিয়া দাপট, চাপে বাংলাদেশ

১৭

সবার জন্য ভিটামিন সমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেল নিশ্চিতের দাবি

১৮

সাঈদীকে হত্যা করা হয়েছে, দাবি মাসুদ সাঈদীর

১৯

ঢাবিতে ভর্তি পরীক্ষার ফি কমানোর আহ্বান ছাত্রশিবিরের

২০
X