কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪১ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

রেমিট্যান্স নিয়ে আবারও সুখবর

এ মাসের প্রথম চার সপ্তাহে দেশে রেমিট্যান্স এসেছে ২১১ কোটি ৩১ লাখ মার্কিন ডলার। ছবি : সংগৃহীত
এ মাসের প্রথম চার সপ্তাহে দেশে রেমিট্যান্স এসেছে ২১১ কোটি ৩১ লাখ মার্কিন ডলার। ছবি : সংগৃহীত

সেপ্টেম্বর মাসের প্রথম চার সপ্তাহে দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ২১১ কোটি ৩১ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ২৫ হাজার ৩৫৭ কোটি টাকার বেশি (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে) বলে জানিয়েছে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, সে হিসাবে প্রবাসী বাংলাদেশিরা গড়ে প্রতিদিন দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ৭ কোটি ৫৫ লাখ ডলার।

রোববার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নিয়মিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের প্রথম ২৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১১ কোটি ৩১ লাখ ১০ হাজার মার্কিন ডলার। আর গত আগস্টের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২০০ কোটি ৭৬ লাখ ডলার। সে তুলনায় রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে সেপ্টেম্বর মাসে।

সেপ্টেম্বর মাসের ২৮ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৫৮ কোটি ৬৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ২৫ লাখ ৭০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১৪২ কোটি ৮৬ লাখ ৭০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৫৩ লাখ ৪০ হাজার ডলার।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, বিশেষ করে সেপ্টেম্বর মাসের ২২ থেকে ২৮ তারিখের মধ্যে দেশে রেমিট্যান্স এসেছে ৪৭ কোটি ৮৮ লাখ ৯০ হাজার ডলার। ১৫ থেকে ২১ সেপ্টেম্বরের মধ্যে দেশে এসেছে ৪৬ কোটি ৭০ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স।

এ ছাড়াও এই মাসের ৮ থেকে ১৪ তারিখের মধ্যে দেশে রেমিট্যান্স এসেছে ৫৮ কোটি ২৬ লাখ ৬০ হাজার ডলার। আর এ মাসের প্রথম সপ্তাহে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ৫৮ কোটি ৪৫ লাখ ৪০ হাজার ডলার।

এর আগে, গত জুন মাসে ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স আসার পর চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল প্রায় ১৯১ কোটি মার্কিন ডলার, যা গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম আয় ছিল।

তবে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে অন্তর্বর্তী সরকার গঠনের পর। তার ধারাবাহিকতায় গত আগস্টে দেশে রেমিট্যান্স এসেছে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্মদিন পালন করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানালেন শেখ হাসিনা

শেখ হাসিনার আমলে কীসের উন্নয়ন হয়েছে : রিজভী

সাফ অনূর্ধ্ব-১৭ ফাইনাল / বাংলাদেশের বিপক্ষে ভারত ‘ফেভারিট’

দীর্ঘদিন বন্ধ থাকার পর বেরোবিতে পুনরায় ক্লাস শুরু

কয়লাখনির ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

দুই ভারতীয়কে গ্রেপ্তারের দাবি হেফাজতে ইসলামের

জাতীয় মানবাধিকার কমিশন / নিহত ও আহতদের পরিবারগুলোকে ক্ষতিপূরণে বোর্ড গঠনের প্রস্তাব

শাহজালালে সাড়ে তিন ঘণ্টা করে বন্ধ থাকবে উড্ডয়ন-অবতরণ

‘কীভাবে ভালো করা যায় সেটাই লক্ষ্য থাকবে’

জলাবদ্ধতা নিরসনের দাবিতে বিক্ষোভ

১০

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, তলিয়ে গেছে রেললাইন

১১

জবির হলের দখল ছাড়তে জেলা প্রশাসকের নোটিশ

১২

‘বৈষম্যহীন দেশ ও জাতি গঠনে ইসলামের বিকল্প নেই’

১৩

বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় ঢাবির ১০ শিক্ষক

১৪

পলিথিন বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে ডিসি-এসপিদের নির্দেশ

১৫

আ.লীগ এক জঘন্য শাসনের উদাহরণ : আসিফ নজরুল

১৬

ঢাবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

১৭

অবিলম্বে মাহমুদুর রহমানকে মুক্তি দিতে হবে : হেফাজতে ইসলাম

১৮

রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন বাস্তবায়নসহ ৩ দফা দাবি

১৯

আজ রাতে দেখা যাবে দুটি চাঁদ, বাংলাদেশ থেকে দেখবেন যেভাবে

২০
X