দেশের আরও দুই বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হলো ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক।
মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে বাংলাদেশ ব্যাংক থেকে এ তথ্য জানানো হয়েছে। ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক দুটিই বিতর্কিত এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। পর্ষদ পুনর্গঠন করায় এস আলমমুক্ত হলো এ দুই ব্যাংক।
ইউনিয়ন ব্যাংকের নবগঠিত পর্ষদে স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশের সাবেক ব্যবস্থাপনার পরিচালক মু. ফরীদ উদ্দীন আহমেদকে। এ ছাড়া আরও চারজন স্বতন্ত্র পরিচালক নিযুক্ত করা হয়েছে। তারা হলেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবির, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শহিদুল ইসলাম জাহিদ, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট শেখ জাহিদুল ইসলাম।
এ ছাড়া গ্লোবাল ইসলামী ব্যাংকের নবগঠিত পর্ষদের স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন মেঘনা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচলক মোহাম্মদ নুরুল আমিন। আরও চারজন স্বতন্ত্র পরিচালক নিযুক্ত করা হয়েছে। তারা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. জামাল মোল্লা, ইসলামী ব্যাংক বাংলাদেশের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম খলিফা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু হেনা রেজা হাসান, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মু. মাহমুদ হোসেন। এর আগে এস আলম গ্রুপের দখলে থাকা বেসরকারি ইসলামী ব্যাংক বাংলাদেশ ও সোশ্যাল ইসলামী ব্যাংকে পরিচালনা পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক।
মন্তব্য করুন