সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিন কনিকার ব্যাংক হিসাব ফ্রিজ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা- বিএফআইইউ।
মঙ্গলবার (১৩ আগস্ট)-এর মধ্যে এসব অ্যাকাউন্ট জব্দ করতে বলা হয়েছে।
এছাড়া একইদিনে সাবেক এমপি মহিউদ্দিন মহারাজ ও স্ত্রী উম্মে কুলসুম, ছেলে শাম্মাম জুনাইদ ইফতির ব্যাংক হিসাবও জব্দ করেছে বিএফআইইউ।
দেশের তফসিলি ব্যাংকগুলোকে দেওয়া এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, তাদের পরিবারবর্গের অ্যাকাউন্ট ও মালিকানাধীন সকল প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট এই স্থগিতের মধ্যে থাকবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৬ আগস্ট) দেশ ছেড়ে পালাতে গিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন জুনাইদ আহমেদ পলক।
বিমানবন্দর সূত্র জানিয়েছিল, মঙ্গলবার বিকেল ৩টার দিকে পলক তার ব্যক্তিগত দুই কর্মকর্তাকে নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। পলকের দুই ব্যক্তিগত কর্মকর্তা নেপালে যেতে চেয়েছিলেন।
মন্তব্য করুন