কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ০৩:১৩ এএম
আপডেট : ২৪ জুলাই ২০২৪, ০৩:১৪ এএম
অনলাইন সংস্করণ

কারখানা চালু থাকলে শ্রমিকরা ভেতরে নিরাপদ থাকবে : বিকেএমইএ সভাপতি

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম। পুরোনো ছবি
বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম। পুরোনো ছবি

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, আমাদের ফ্যাক্টরিগুলো যদি চালু রাখতে পারি, তাহলে আমাদের শ্রমিকরা সুশৃঙ্খলভাবে কারখানার ভেতরে অবস্থান করতে পারবে। তা না হলে তাদের ভিন্ন কাজে ব্যবহার করা হতে পারে। পাশাপাশি স্বল্পপরিসরে হলেও ইন্টারনেট সেবা চালু করার দাবি জানিয়েছেন তিনি।

গত সোমবার (২৩ জুলাই) প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ীদের অনুষ্ঠিত বৈঠকে তিনি এসব কথা বলেন।

গণভবনে অনুষ্ঠিত এই বৈঠক তিনি বলেন, আমরা ব্যবসায়ী সমাজ সরকারের পাশে সবসময়ই ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকব। তিনি বলেন, ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে আপনার কাছে একটি অনুরোধ আছে। সেটি হচ্ছে—আমাদের ফ্যাক্টরিগুলো যাতে চালু রাখতে পারি, সেই ব্যবস্থা করে দেন। তাহলে আমাদের শ্রমিকরা সুশৃঙ্খলভাবে কারখানার ভেতরে অবস্থান করতে পারবে। তা না হলে তাদের ভিন্ন কাজে ব্যবহার করতে পারে। তাই আমরা মনে করি শ্রমিকদের কারখানার ভেতরে থাকা নিরাপদ। এই বিষয়টি একটু দেখবেন।

আর একটি বিষয় হচ্ছে আমাদের ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় আমাদের আমদানি-রপ্তানিসহ সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। কারণ আমাদের এখন সব কাজই ডিজিটাল পদ্ধতিতে করা হয়। এ অবস্থায় স্বল্পপরিসরে হলেও যাতে ইন্টারনেট সরবরাহ করা যায়, তাহলে আমরা আমাদের বায়ারদের সঙ্গে যোগাযোগ রাখতে পারি।

মোহাম্মদ হাতেম বলেন, আমরা স্মরণ করছি, প্রধানমন্ত্রী কোভিডের সময় ব্যবসায়ী সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষকে আপনি (প্রধানমন্ত্রী) যেভাবে স্বাভাবিক জীবনধারায় ফিরিয়ে এনেছেন, যার ফলে আমরা আবার ঘুরে দাঁড়িয়ে ছিলাম। কিন্তু ব্যবসা-বাণিজ্য নিয়ে যখন সারাবিশ্বে একটি সংকট চলছে, এমন অবস্থায় বর্তমানে আমরা আবারও নতুন করে একটি সংকটে পড়ে গেছি, যা দেশের অর্থনীতির জন্য আরও সংকট তৈরি করবে। আমরা ব্যবসায়ীরাও বড় ধরনের ক্ষতিতে পড়ে গেছি।

তিনি বলেন, এমন পরিস্থিতি আমরা কখনোই আশা করিনি। গত কয়েকদিনে আমরা যে তাণ্ডব দেখেছি, আমরা আশা করব সরকারের গোয়েন্দা সংস্থা এবং সরকারের গুরুত্বপূর্ণ পদে যারা আছেন, তারা নিশ্চয়ই বিষয়গুলো উদ্ঘাটন করবেন এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং দ্রুতই স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয় সেশনেও টাইগারদের দাপট

ধর্মীয় সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষায় ৮ দফা বাস্তবায়নের দাবি ঐক্য পরিষদের

ভিসার মেয়াদ শেষ আজ, কী ঘটবে শেখ হাসিনার ভাগ্যে

লক্ষ্মীপুরে পিটিআই প্রশিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ

সালমানকে নিয়ে যা বললেন শাবনূর

ট্রাম্পের তথ্য হ্যাক করে বাইডেনকে দিয়েছে ইরান!

শেষ ম্যাচে ৮ উইকেটের বড় জয় বাংলাদেশের

নামাজ পড়ে বাসায় যাওয়া হলো না পুলিশ সদস্য জহিরুলের

বিদেশি শিক্ষার্থী-কর্মীদের কানাডার দুঃসংবাদ

পিটিয়ে হত্যার ঘটনায় ঢাবি প্রশাসনের মামলা

১০

জবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক শেখ গিয়াস উদ্দিন

১১

ঢাবিতে মব জাস্টিসের প্রতিবাদে ‘ব্রিং ব্যাক জাস্টিস’ কর্মসূচি

১২

ঢাবিতে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের পরিচয় মিলল

১৩

আ.লীগ নেতা তুষার কান্তি মন্ডল ৭ দিনের রিমান্ডে

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫

১৫

ঢাবি ও জাবিতে ‘পিটিয়ে হত্যা’ দুঃখজনক : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৬

জাতিসংঘের তত্ত্বাবধানে সম্প্রদায়িক সহিংসতার তদন্ত দাবি ঐক্য পরিষদের

১৭

ঢাবির হলে পিটিয়ে হত্যা, তদন্তে প্রত্যক্ষদর্শীদের সহায়তার আহ্বান

১৮

জাবিতে ছাত্রলীগ নেতা হত্যা নিয়ে আ.লীগের বিবৃতি

১৯

গ্যাংস্টারের স্ত্রী পরী মণি 

২০
X