
নরসিংদীর শিবপুরে মনি আক্তার (২৮) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার সকালে উপজেলার পুটিয়া ইউনিয়নের শালুরদিয়া গ্রামে মনির স্বামী ইসমাইল হোসেনের (৪০) বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
আটকরা হলেন নিহতের স্বামী ইসমাইল হোসেন, ভাশুর শামীম এবং শশুর রফিজ উদ্দিন। নিহতের স্বজনরা জানায়, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয়রা জানায়, প্রায় ১৪-১৫ বছর আগে শালুরদিয়া গ্রামের মনি আক্তার ও একই গ্রামের ইসমাঈলের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসার ভালোই চলছিল। তাদের তিনটি মেয়ে সন্তানও আছে। দীর্ঘদিন ধরে বাবা-ছেলের মধ্যে মামলা চলমান থাকায় সংসারে অশান্তির সৃষ্টি শুরু হয়। বাবার দেওয়া মামলায় একাধিকবার জেলও খেটেছেন ছেলে ইসমাইল।
মনির পরিবার জানায়, পারিবারিক কলহের জেরে গতকাল শুক্রবার রাতের কোনো এক সময় তাকে শ্বাসরোধ করে হত্যা করার পর ঘরের বারান্দায় গ্রিলের সঙ্গে ওড়না দিয়ে বেঁধে রাখা হয়েছে।
মনি আক্তারের মা বিলকিস বেগম বলেন, ‘আমার মেয়েকে তার শ্বশুর বাড়ির লোকজন হত্যা করে ঝুলিয়ে রেখেছে। আমি তাদের ফাঁসি চাই।’
বিষয়টি নিশ্চিত করে শিবপুর মডেল থানার (ওসি তদন্ত) আবুল ফায়েজ বলেন, ‘আমরা সংবাদ পেয়ে নিহতের স্বামীর ঘরের বারান্দায় বসা অবস্থায় গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচানো মৃতদেহটি উদ্ধার করি। পরে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নরসিংদীর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলেও জানায় পুলিশের এই কর্মকর্তা।