বঙ্গবন্ধুর জন্মদিনে বাউফলে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপন উপলক্ষে পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতালেব হাওলাদারসহ আহত হয়েছেন অন্তত ৩০ জন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় তিনজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, আজ শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন। দিনটিকে স্মরণ করে রাখতে বাউফলে আওয়ামী লীগ চারভাগে বিভক্ত হয়ে কর্মসূচি ঘোষণা করে। এতে একপক্ষের নেতৃত্বে রয়েছেন বর্তমান সংসদ সদস্য আসম ফিরোজ, অপর পক্ষে রয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জিয়াউল হক জুয়েল। আরও একটি পক্ষের নেতৃত্বে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার। এ ছাড়াও হাসিব আলম তালুকদারের পক্ষ থেকেও কর্মসূচি ঘোষণা করা হয়। সকাল সাড়ে ১১টার দিকে মোতালেব হাওলাদার ও তার কর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয় জনতা ভবনের পুলিশ মিছিলটিকে বাধা দেয়। একপর্যায়ে মিছিলটি ছত্রভঙ্গ করতে প্রথমে লাঠিচার্জ পরে রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে পুলিশ। বাধা উপেক্ষা করে মোতালেব হাওলাদারসহ কয়েক নেতাকর্মী জনতা ভবনের দিকে রওয়ানা হলে গেটের অদূরেই ফিরোজের সমর্থকরা মোতালেব হাওলাদারের ওপর হামলা করে। এতে মোতালেবসহ আহত হন অন্তত ২০ জন। এ সময় উত্তেজিত নেতাকর্মীদের ইটপাকেলে আহত হন পুলিশসহ অন্তত আরও ১০জন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন বলেন, আমরা দুই পক্ষকেই ছত্রভঙ্গ করতে চেষ্টা করেছি।

বাউফল থানার ওসি মো. মামুন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com