ছেলের সমাবর্তন শেষে বাড়ি ফেরা হলো না বাবার

অবিনাশ চন্দ্র মিত্র।
অবিনাশ চন্দ্র মিত্র।ছবি : সংগৃহীত

গাজীপুরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছেলে অমিত মিত্রের সমাবর্তন অনুষ্ঠানে গিয়েছিলেন অবিনাশ চন্দ্র মিত্র (৬৫)। কিন্তু ছেলের শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত শেষে আর বাড়ি ফেরা হয়নি তার; প্রাণ হারিয়েছেন সড়ক দুর্ঘটনায়।

অবিনাশ চন্দ্র মিত্র মঠবাড়িয়া উপজেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি। মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, রোববার রাতে অ্যাডভোকেট অবিনাশ চন্দ্র মিত্র গাজীপুরে ছেলে অমিত মিত্রের সমাবর্তন অনুষ্ঠানে যোগদান শেষে স্ত্রীকে নিয়ে ইমা পরিবহনের বাসে করে মঠবাড়িয়া ফিরছিলেন। আজ সোমবার ভোররাতে তুষখালী-মঠবাড়িয়া সড়কের খানবাড়ী এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই নিহত হন অবিনাশ। এ ছাড়া বাসটির ১০ থেকে ১২ জন যাত্রী আহত হন। তাদের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি আরও জানান, দুর্ঘটনার শিকার বাসটি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com