হৃদয় দেবনাথ, মৌলভীবাজার
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৩, ০৪:২৫ এএম
অনলাইন সংস্করণ

চায়ের বাগানে ইতিহাসের খোঁজে

চায়ের বাগানে ইতিহাসের খোঁজে

শ্রীমঙ্গলের টি রিসোর্টের একটি ভবনে চার কামরার ‘জাদুঘর’। এখানে জমা রয়েছে দেশের প্রায় দেড়শ বছরের চা চাষের জানা-অজানা অনেক ইতিহাস। কী নেই এই সংগ্রহশালায়? প্রাচীন যুগের চা সংগ্রহের যন্ত্র, ব্রিটিশ আমলের বাগান ও অফিসে ব্যবহৃত যন্ত্র, বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ—যেন শত বছরের ইতিহাসই এই চার কামরায় গুছিয়ে রাখা হয়েছে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা বোর্ডের ‘টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়াম’-এর জন্ম ২০০৯ সালের ১৬ সেপ্টেম্বর। শ্রীমঙ্গল শহর থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের দিকে এঁকেবেঁকে চলে যাওয়া পাকা সড়ক ধরে দুই কিলোমিটার এগোলেই এই চা জাদুঘর। চা বাগান ঘেরা এ জাদুঘরে দেশের চা-শিল্পের প্রায় দেড়শ বছরের ইতিহাস ফুটে উঠেছে নানা সংগ্রহে-স্মারকে। তবে প্রতিষ্ঠার ১৩ বছর পার হলেও বাড়েনি এর পরিধি। এখনো বন্দি চা-সম্প্রসারণ প্রকল্পের পরিত্যক্ত ভবনের সেই ছোট চার ঘরেই।

পাহাড়ি সড়কের ধার-ঘেঁষা টিলার ওপর ছড়িয়ে থাকা জাদুঘরের টিনশেড ঘরগুলোর প্রথমটিতে ঢুকতেই চোখে পড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশাল এক ছবি। খালি চেয়ার-টেবিলের পেছনে সাদা পাঞ্জাবি-পায়জামা পরে ঠায় দাঁড়িয়ে আছেন সর্বকালের শ্রেষ্ঠ এই বাঙালি।

১৯৫৭-৫৮ সালে চা বোর্ডের চেয়ারম্যান ছিলেন বঙ্গবন্ধু। সে সময় শ্রীমঙ্গল নন্দরানী চা বাগানে এসেছিলেন তিনি। তখন যে চেয়ারে বসে মিটিং করেছিলেন, সেটিও সংরক্ষিত আছে এই সংগ্রহশালায়। চাগাছ দিয়ে বানানো হয়েছে জাদুঘরের নানা আসবাবপত্র। সেগুলোর সঙ্গে প্রদর্শিত হচ্ছে সংগ্রহশালাটির সব আকর্ষণ।

এই জাদুঘরে রয়েছে ব্রিটিশ আমলে চা বাগানে ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র ও সামগ্রী। এখানে দেখা মেলে প্রাচীনকালের চা সংগ্রহের চয়নযন্ত্র, খস্তি, বাগানের কাদা পরিষ্কারের জন্য লোহার পাপোশ, ব্রিটিশদের হাতের লাঠি, কাটা কোদাল, তৎসময়ে চা শ্রমিকদের ব্যবহৃত গহনা, ছেওরাছাড়া চা বাগানের প্রাচীন মুদ্রা, ব্রিটিশ আমলের রেডিও, নয়াপাড়া চা বাগান থেকে সংগ্রহ করে এনে রাখা জীবাশ্ম, ব্রিটিশ আমলে ব্যবহৃত কেরোসিন চালিত ফ্রিজ, চা বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা বিশ্বযুদ্ধের সময়কার বিমানের ধ্বংসাবশেষ। এ ছাড়াও আছে ব্রিটিশ আমলের যান্ত্রিক লাঙল, পানির ফিল্টার, ব্রিটিশদের ব্যবহৃত টেলিফোন সেট, টাইপ রাইটার, লিফট পাম্প, জরিপ শিকল, টারবাইন পাম্প, এমনকী ব্রিটিশ আমলের সার্ভিস বুকও।

বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের (পিডিইউ) পরিচালক ড. এ কে এম রফিকুল হক কালবেলাকে বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মের কাছে শত বছরের প্রাচীন এই নিদর্শনগুলো তুলে ধরার লক্ষ্যেই এই মিউজিয়ামের উৎপত্তি।’ তবে এলাকাটি পর্যটকদের জন্য সংরক্ষণ করা প্রয়োজন বলে জানান এ কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৭ এপ্রিল : আজকের নামাজের সময়সূচি

গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ

নাটোরে অপহরণের ঘটনায় গ্রেপ্তার ৭

ছাত্র ইউনিয়নের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

ভোট দেওয়ার শর্তে কোরআন ছুয়ে নিতে হবে টাকা, কল রেকর্ড ভাইরাল

‘বাংলাদেশের গণমাধ্যম ভয়াবহ সঙ্কটকাল পার করছে’

 ছেলের কিল-ঘুষিতে শিক্ষক পিতার মৃত্যু

নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের ১০ বছর আজ

‘ভয়াল ২৯ এপ্রিল, ১৯৯১ স্মরণ ও প্যারাবন নিধন প্রতিবাদ’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

শাহ আমানতে ৯০ হাজার দিরহামসহ যাত্রী আটক

১০

আবুধাবিতে চালু হচ্ছে উড়ন্ত ট্যাক্সি, ৩০ মিনিটেই দুবাই

১১

গরু চোরাচালানে জড়িত ছাত্রলীগ নেতা ও জনপ্রতিনিধি

১২

ফিলিস্তিনে গণহত্যা বন্ধ চায় খেলাফত মজলিস

১৩

বাংলাদেশ এসএসসি ৯৮ ফ্রেন্ডস ফাউন্ডেশন যাত্রা শুরু

১৪

চিকিৎসার জন্য আমেরিকায় গেলেন আমির খসরু 

১৫

উত্তর কোরিয়া থেকে অস্ত্র নিয়ে চীনা বন্দরে রুশ জাহাজ

১৬

বর্জ্যবাহী গাড়ির ধাক্কায় নিহতের ঘটনায় ব্যবস্থা : তাপস

১৭

বর্ণিল আয়োজনে রূপায়ণ সিটি উত্তরায় সামার ফেস্ট-২০২৪ অনুষ্ঠিত

১৮

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 

১৯

বিসিএস পরীক্ষার্থীর আঁকুতি / ‘পরীক্ষা দিতে না পারলে আমি মরে যাব স্যার’

২০
*/ ?>
X