রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে আবারও চুরি, আটক ২

আটক মো. ইউসুফ শেখ ও মো. ইমরুল গাজী।
আটক মো. ইউসুফ শেখ ও মো. ইমরুল গাজী।ছবি : সংগৃহীত

বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্ট থেকে চুরির ঘটনায় চোরচক্রের দুই সদস্যকে আটক করেছেন আনসার সদস্যরা। আজ বুধবার সকালে রামপাল ক্যাম্পের আনসার ব্যাটালিয়নের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। 

আটকরা হলো- রামপাল উপজেলার গৌরম্ভা সোনাকুর গ্রামের মো. ইউসুফ শেখ (২৪) ও পার্শ্ববর্তী আদাঘাট গ্রামের মো. ইমরুল গাজী (৩৫)।

৩ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ বুধবার দুপুরে জানান, তাপবিদ্যুৎকেন্দ্রের ভেতর থেকে বিপুল পরিমাণ তামার তার পাচার করা হবে এমন সংবাদের ভিত্তিতে প্লাটুন কমান্ডার মো. শাহজালাল হাওলাদারের নেতৃতে একটি আভিযানিক দল বিদ্যুৎকেন্দ্রের বি-১ ডিউটি পোস্টের আশপাশে অবস্থান নিয়ে অভিযান চালায়। এ সময় ৫০ কেজির বেশি কপার কেবল, ১টি কেবল কাটার ও স্মার্ট ফোনসহ চোর চক্রের দুজনকে আটক করা হয়। উদ্ধার কপার কেবলের আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা।

তিনি আরও জানান, এ জাতীয় রাষ্ট্রীয় সম্পদ চুরির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তাপবিদ্যুৎকেন্দ্রের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক উদ্ধার হওয়া মালামালসহ আটকদের রামপাল থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান আনসার ব্যাটালিয়নের এ কর্মকর্তা।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com