স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সীমান্ত এলাকা পরিদর্শন

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সীমান্ত এলাকা পরিদর্শন

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির একটি প্রতিনিধি দল বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকা পরিদর্শন করেছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত পয়েন্ট পরিদর্শন করেন তারা। এর পর ৩৪ বিজিবির আওতাধীন ঘুমধুম বিজিবি ক্যাম্পে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন তারা।

এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদ। আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য সামছুল আলম দুদু ও বগুড়া-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিবর রহমান।

সীমান্তের নানা বিষয় নিয়ে প্রতিনিধি দলকে ব্রিফ করেন রামুর সেক্টর কমান্ডার কর্নেল মেহেদি হাসান। তবে প্রতিনিধি দলটি গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোনো কথা বলেনি। এরপর প্রতিনিধি দল বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতু পরিদর্শন করেন। 

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com