চাকা ফেটে বাসের নিচে নসিমন, নিহত ৫

শুক্রবার পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।ছবি : কালবেলা

পিরোজপুরের শংকরপাশা এলাকায় একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে পড়ে ৫ জন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন।

আজ শুক্রবার বিকেল ৫টার দিকে পিরোজপুর সদর উপজেলার মঠবাড়িয়া-পিরোজপুর সড়কের শংকরপাশা এলাকায় এ ঘটনা ঘটে। পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার চন্দ্রা এলাকার শাহিন মল্লিক (১৮), মোড়েলগঞ্জ উপজেলার চোমরা এলাকার ইয়াসিন মিনা (২২), কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকার মো. বাদশা  (১৭), শাহিন মোল্লা (২০) ও সাব্বির হোসেন (২১)।

হাসপাতালে চিকিৎসাধীন আহত সিরাজুল ইসলাম শিমলু জানান, বাগেরহাট জেলার কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকা থেকে বিয়ে বাড়িতে খাবার পরিবেশনের জন্য তারা নসিমনে করে ১৮ জন ভান্ডারিয়া এলাকায় যাচ্ছিল। নসিমনটি পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা এলাকায় গেলে ডান পাশের চাকাটি ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক দিয়ে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায় এবং হাসপাতালে নিয়ে আসলে আরেকজন মারা যায়।

এ ছাড়া গুরুতর আহত কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসতাপালে পাঠানো হলে তাদের মধ্যে গুরুতর আহত শাহিন মোল্লা ও সাব্বির হোসেন চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মারা যায়। 

শুক্রবার পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রুমায় ৩ জনকে তুলে নিয়ে গেছে কেএনএফ

পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. মো. রফিকুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে হাসপাতালে নিয়ে আসলে তাদের মধ্যে ১ জন মারা যান এবং গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসান জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি মাসুদুজ্জামান জানান, এ ঘটনায় পুলিশ নিহত তিনজনের লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনার শিকার নসিমন ও বাসটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com