
জয়পুরহাটে হত্যা মামলায় একই পরিবারের পাঁচজনসহ ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে দুই বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর আসামিদের জয়পুরহাট কারাগারে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. নূরুল ইসলাম এ রায় দেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- সদর উপজেলার দেবরাইল গ্রামের আহম্মদ আলী (৭২), আহম্মদ আলীর স্ত্রী মিনা বেগম (৬১), তার ছেলে আলতাব হোসেন (৪৪), মোন্তাতাজ আলী (৪০) ও অপর ছেলে এন্তাজ আলী (৩৪) এবং একই গ্রামের তাদের নিকট আত্মীয় আনোয়ার হোসেন (৪৪)।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, জমি-জমা নিয়ে মামলার বাদী এবং আসামিদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ২০০৭ সালের ১১ এপ্রিল সকাল সাড়ে ৮টার দিকে মামলার বাদী মিজানুর রহমান মিঠু ও তার ভাই আজিজুল ইসলামসহ পরিবারের সদস্যরা মিলে সাংসারিক গল্প করছিল। এ সময় আসামিরা অতর্কিত হামলা করে তাদের গুরুতর জখম করে। পরে চিকিৎসাধীন অবস্থায় আজিজুল ইসলাম মারা যান।
সাক্ষ্য প্রমাণে মামলাটি প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক মো. নূরুল ইসলাম ৬ আসামিকে সাজা দেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্র নাথ মন্ডল।