
ঝিনাইদহে যৌতুক না পেয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১৯ ডিসেম্বর শৈলকুপা উপজেলার দেবীনগর গ্রামের আব্দুল হালিম যৌতুক না পেয়ে তার স্ত্রী ববিতাকে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির পাশের মেহগনি বাগানে ফেলে রাখেন। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় ববিতা খাতুনের মা সালেহা বাদী হয়ে পরদিন শৈলকুপা থানায় ৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২০১৪ সালের ২৬ মে আব্দুল হালিমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেন। সেসঙ্গে ১ লাখ টাকা অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়। আসামি পলাতক থাকায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।