
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বানিয়ারছড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি ইমন চৌধুরী।
নিহতরা হলেন- পার্শ্ববর্তী লামা উপজেলার মো. বশির আলমের ছেলে মো. আরমান শাকিল (২৪) এবং একই গ্রামের খুরপাইনঝিরির মো. আবু মুসার ছেলে মো. ইসমাইল সিদ্দিকী (৩৫)।
প্রত্যক্ষদর্শী এবং ওসি জানান, গ্রিনলাইন পরিবহনের একটি বাস ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিল। আর মোটরসাইকেলে করে আরমান ও ইসমাইল যাচ্ছিলেন চট্টগ্রাম শহরের দিকে। বাসটি অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ ঘটনার পর তাদের দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি জানিয়েছেন, বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়েছেন।