মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

দুর্ঘটনাস্থলের একটি চিত্র।
দুর্ঘটনাস্থলের একটি চিত্র। ছবি: কালবেলা

মেহেরপুরের মুজিবনগর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, গাছের সঙ্গে ধাক্কায় খেয়ে তাদের মৃত্যু হয়।

নিহত দুইজন হলেন মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে রাহিদুল এবং একই গ্রামের আজমত আলির ছেলে বিজন। রাহিদুল যশোর জেলায় আনসার সদস্য হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়দের বরাতে নিহতের স্বজনরা জানান, মোটরসাইকেলে ভোরে আনসার সদস্য রাহিদুলকে চুয়াডাঙ্গা স্টেশনে পৌঁছে দিতে যান বিজন। পথে চকশ্যামনগর ঈদগাহ মাঠের অদূরে একটি মেহগনি গাছের সঙ্গে ধাক্কা লেগে তারা ধানক্ষেতে পড়ে যান।

সকালে কৃষকরা জমিতে যাওয়ার সময় ধানক্ষেতে দুটি মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানালে মেহেরপুর ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের একটি টিম ও সদর থানার পুলিশ সদস্যরা এসে মৃতদেহ দুটি উদ্ধার করেন।

মেহেরপুর সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে চালক মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তাদের মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com