গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২২, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

১০ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চালু

১০ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চালু

১০ ঘণ্টা বন্ধ থাকার পর চালু হয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল। আজ শনিবার বেলা ১১টার দিকে কুয়াশার ঘনত্ব কমে আসায় দুই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে গতকাল শুক্রবার রাত ১টার দিকে ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এদিকে গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে একই কারণে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌপথের ফেরিও বন্ধ হয়ে যায়।

ব্যবসা সংক্রান্ত কাজে গতকাল শুক্রবার রাত ৯টার দিকে ঝিনাইদহের মহেশপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন দেলোয়ার হোসেন। রাত সাড়ে ১১টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট সড়কে পৌঁছানোর পর আটকা পড়েন তিনি। যানবাহনের দীর্ঘ সারি পেরিয়ে ঘাটে পৌঁছে জানতে পারেন, কুয়াশায় ফেরি বন্ধ হয়ে গেছে। এরপর সারা রাত বাসেই বসে ছিলেন তিনি। ফেরি বন্ধ থাকায় দেলোয়ারের মতো শত শত যাত্রী গতকাল সারা রাত তীব্র শীতের মধ্যে ফেরিঘাটে অপেক্ষা করেছেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ঘাটে দেলোয়ারের সঙ্গে কথা হয়।

তিনি বলেন, এভাবে যে ঘাটে বসে থাকতে হবে ভাবতেই পারিনি। সারা রাত গাড়িতে বসেছিলাম। গাড়িতে তো আর ঘুম হয় না। আবার সময়মতো পৌঁছাতে না পারায় ক্ষতি হয়ে গেল।’

ঘন কুয়াশার কারণে গতকাল রাত পৌনে ১টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে রাত সাড়ে ১১টার দিকে একই কারণে ফেরি বন্ধ হয়ে যায় মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌপথে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় জানায়, গতকাল শনিবার রাত থেকে নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়লে সাড়ে ১১টার দিকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি বন্ধ হয়ে যায়। এ সময় আরিচা ঘাটে কয়েকটি যান থাকলেও কাজিরহাট ঘাটে শতাধিক পণ্যবাহী গাড়ি আটকা পড়ে। এ ছাড়া কাজিরহাট ঘাটে দুটি এবং আরিচা ঘাটে তিনটি ফেরি যানবাহন নিয়ে নোঙর করে রাখা হয়। প্রায় সাড়ে ১১ ঘণ্টা পর আজ বেলা ১১টার দিকে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চালু হয়। এদিকে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথেও গতকাল রাতে কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হয়। কুয়াশার ঘনত্ব বেড়ে রাত পৌনে ১টা থেকে এই রুটেও ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে পাটুরিয়া থেকে ছেড়ে আসা খানজাহান আলী, কেরামত আলী ও হাসনা হেনা নামে তিনটি ফেরি মাঝনদীতে আটকা পড়ে। ফেরি আটকে পড়ার খবরে দৌলতদিয়া প্রান্তে পাঁচটি ও পাটুরিয়া প্রান্তে তিনটি ফেরি নোঙর করে রাখা হয়। প্রায় ১০ ঘণ্টা পর আজ বেলা ১১টার দিকে ওই রুটে আবার ফেরি চালু হয়।

ঝিনাইদহের জীবননগর থেকে আসা মামুন স্পেশাল পরিবহনের কর্মচারী মো. রুবেল বলেন, গত রাত ১২টার সময় ফেরিতে ওঠার পরই কুয়াশায় ফেরি বন্ধ করে দেওয়া হয়। প্রায় ১১ ঘণ্টা ধরে বাসের মধ্যেই সবাইকে বসে থাকতে হয়েছে। শীতের মধ্যে যাত্রীরা খুব কষ্টে রাত পার করেছেন।

রো রো ফেরির প্রধান মাস্টার রাসেল মাহমুদ বলেন, কুয়াশার কারণে এখন প্রায় প্রতিদিন রাতেই ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। রাত গভীর হলে কুয়াশাও বাড়তে থাকে। তখন বিপুলসংখ্যক যাত্রী আর যানবাহন নিয়ে চলাচলে ঝুঁকি দেখা যায়। তবে ভারি কুয়াশা না হোক, অন্তত হালকা কুয়াশায় যেন ফেরি চলতে পারে, সে জন্য উন্নত প্রযুক্তি ব্যবহারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, প্রকৃতির ওপর কারও হাত নেই। এ জন্য চলতি মৌসুমে দশম দিনের মতো কুয়াশায় ফেরি বন্ধ রাখতে হয়েছে। রাত থেকে অনেক বেলা পর্যন্ত ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে বেশ কিছু যানবাহন আটকা পড়ছে। এ কারণে এখন ফেরির সংখ্যা বাড়িয়ে দেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাই প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক

ভোলায় দ্বিতীয়বার বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

ইপিএলে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড

তীব্র গরমে ব্রাহ্মণপাড়ায় বেড়েছে রিচার্জেবল ফ্যানের চাহিদা 

ইমরান খানের ওপর বড় নিষেধাজ্ঞা আদালতের

গেইলকে ভয় পান বোল্ট!

৪৬তম বিসিএসের প্রিলি পরীক্ষা শুরু

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও সহকারী নিহত

তানজানিয়ায় বন্যা-ভূমিধসে নিহত ১৫৫

বিএনপি-জামায়াতের ৭ নেতাকর্মী কারাগারে

১০

পাবনায় অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা উধাও, অতঃপর

১১

প্রেম করে বিয়ে / ফ্ল্যাটে মিলল স্বামী-স্ত্রীর লাশ, পাশে ছিল চিরকুট

১২

দিনাজপুরে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা

১৩

ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট শুরু

১৪

ছুটির দিনটি কেমন যাবে আপনার?

১৫

এক রাতে ৫ সেচ মেশিন চুরি, বোরো ধান চাষে শঙ্কা

১৬

টোল আদায় নিয়ে সংঘর্ষ, আহত ২৫

১৭

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

১৮

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১৯

রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধান বিরোধী নয় : হাইকোর্ট

২০
*/ ?>
X