আকবর কবীর, সাতক্ষীরা
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২২, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

পৌরসভা হলো সাতক্ষীরার শ্যামনগর

পৌরসভা হলো সাতক্ষীরার শ্যামনগর

অবশেষে পৌরসভা হলো সাতক্ষীরার শ্যামনগর। বাস্তবায়ন হলো শ্যামনগরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন। আজ রোববার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরার শ্যামনগরকে চূড়ান্ত অনুমোদন দেন।

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি শ্যামনগর পৌরসভা প্রশাসনের বিভিন্ন স্তর পেরিয়ে সবশেষ প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি উপস্থাপনের পর আজ চূড়ান্ত অনুমোদন পেয়েছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাতক্ষীরার শ্যামনগর সি গ্রেডের পৌরসভার অনুমোদন পেয়েছে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় ও দেশের সবচেয়ে বড় উপজেলা শ্যামনগরকে পৌরসভা ঘোষণার লক্ষ্যে এরই মধ্যে শ্যামনগর উপজেলাধীন সদর ইউনিয়ন, পার্শ্ববর্তী ভুরুলিয়া ইউনিয়নের আংশিক এবং ঈশ্বরীপুর ইউনিয়নের একটি গ্রামসহ ৩২ এলাকাকে শহর ঘোষণার অভিব্যক্তি ব্যক্ত করে গেজেট প্রকাশ করে স্থানীয় সরকার বিভাগ।

২০২০ সালের ২১ এপ্রিল প্রকাশিত গেজেটে শহর এলাকা ঘোষণার তালিকা নিয়ে কারো কোনো আপত্তি থাকলে তা গেজেট প্রকাশের এক মাসের মধ্যে লিখিতভাবে দাখিলের নির্দেশ দেওয়া হয়। গেজেটে শ্যামনগর সদর ইউনিয়নের বাদঘাটা, কুলখালি, গোপালপুর, মাহমুদপুর, ইসমাইলপুর, খাগড়াদানা, নকিপুর মাজাট, হায়বাতপুর, শ্যামনগর, চন্ডিপুর, দাতপুর, পাটনীপুকুর, ফুলবাড়ী, দেবীপুর, কাশিপুর, শিবপুর, সোয়ালিয়া, চিংড়িখালি, কল্যাণপুর, যাদবপুর, ১ নম্বর ভুরুলিয়া ইউনিয়নের ইছাকুড়, কাচড়াহাটী, নন্দিগ্রাম, সোনামুগারী, ভুরুলিয়া, দেউলদিয়া, বল্লভপুর, ব্রহ্মশাসন, কুলটুকারী, বিষ্টুপুর, হাটছালা, মঠবাড়ী গৌরীপুর এবং ৮ নম্বর ঈশ্বরীপুর ইউনিয়নের গুমানতলী মৌজাকে শহর ঘোষণার অভিব্যক্তি ব্যক্ত করা হয়েছে।

এ বিষয়ে কোনো আপত্তি না থাকায় শ্যামনগর পৌরসভা বাস্তবায়ন সংক্রান্ত প্রস্তাবনা সচিব কমিটির সভায় অনুমোদন হয়। ২০২০ সালের ১৯ নভেম্বর সচিব কমিটির নিয়মিত সভায় এ সংক্রান্ত বিষয়টির অনুমোদন হয়।

শ্যামনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন বলেন, শ্যামনগর পৌরসভা বিল পাশ হওয়ায় সাতক্ষীরার তৃতীয় পৌরসভা হিসেবে শ্যামনগর পরিচিতি পেল।

শ্যামনগর উপজেলাটি ১৯৬৮ দশমিক ২৪ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট। যার মূল ভূখণ্ড ৪৮৩ দশমিক ১১ বর্গ কিলোমিটার এবং সুন্দরবন ১ হাজার ৪৮৫ দশমিক ১৩ বর্গ কিলোমিটার। প্রস্তাবিত পৌরসভার আয়তন ৫ দশমিক ৮ বর্গকিলোমিটার।

শ্যামনগরের বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম বলেন, ‘আইলা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্যে ২০১০ সালের ২৩ জুলাই সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা সদরের নকিপুর হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্যামনগর সদরকে পৌরসভা করার ঘোষণা দেন। চূড়ান্ত অনুমোদন হওয়ায় আমরা ভীষণ গর্বিত।’

শ্যামনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরুল হায়দার বলেন, ‘পৌরসভা বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করেছি। আজকের দিনটির জন্য অপেক্ষা করছিলাম। প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাচ্ছি।’

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন বলেন, ‘নিকারের মিটিংয়ে প্রধানমন্ত্রী শ্যামনগরকে তৃতীয় শ্রেণির পৌরসভা ঘোষণা দিয়েছেন। বিষয়টি শুনে খুব ভালো লাগছে।’

সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার বলেন, ‘প্রধানমন্ত্রী শ্যামনগরকে পৌরসভায় চূড়ান্ত রূপ দেওয়ায় আমরা ভীষণ খুশি।’ তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা ভাইস চেয়ারম্যান হলেন তৃতীয় লিঙ্গের বর্ষা

বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের এক পাইলট নিহত

মানুষের বিরোধিতা করতে গিয়েই মাছের এই পরিণতি!

যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় ইসরায়েলকে ছাড় দিতে নারাজ ফিলিস্তিনি যোদ্ধারা

সিটি ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা

সরকারি খরচে হজে যাচ্ছেন কতজন?

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় পড়া শুরু

জমজম কূপের ভেতরের রহস্য অবাক করল ডুবুরিদের

অনেক নারী আমাকে প্রত্যাখ্যান করেছে : প্রভাস

১০

কেন ১৫০০ বছর ধরে কাবার চাবি এই সাধারণ পরিবারের কাছে?

১১

মার্কিন দূতাবাসের দিকে গণসংহতির মিছিল

১২

মালয়েশিয়ায় গিয়ে নিখোঁজ আলমগীর

১৩

হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন মৌলভীবাজারের তাজ

১৪

রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

১৫

পুরো দলের রান মাত্র ১২

১৬

অন্তঃসত্ত্বা দীপিকার সঙ্গে কি বিচ্ছেদের পথ বেছে নিচ্ছেন রণবীর?

১৭

মিসরে ছদ্মবেশী ইসরায়েলি গোয়েন্দাকে গুলি করে হত্যা

১৮

শেখ হাসিনার সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের বৈঠক

১৯

পঞ্চম গণবিজ্ঞপ্তির শিক্ষক নিয়োগ আবেদন শেষ হচ্ছে আজ

২০
X