সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি রক্ষায় পুলিশ বদ্ধপরিকর : আইজিপি

মঙ্গলবার পটুয়াখালী পুলিশ লাইনস মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
মঙ্গলবার পটুয়াখালী পুলিশ লাইনস মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ছবি : কালবেলা

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের সক্ষমতা পুলিশের রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেন, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন তা রক্ষায় বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী আমাদের জনবল বাড়িয়েছেন, ক্যাপাসিটি বিল্ডআপ করেছেন, উন্নত ট্রেনিং দিয়েছেন।’

আজ মঙ্গলবার বিকেল ৪টায় পটুয়াখালী পুলিশ লাইনস মাঠে জেলা পুলিশের আয়োজনে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পটুয়াখালীর পুলিশ সুপার মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি তৈয়েবা মুসাররাত জাঁহা চৌধুরী, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান, বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com