প্রকাশ দাস, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৩, ১১:০৮ এএম
অনলাইন সংস্করণ

ঘুরেফিরে বিএনপির সাত্তারই আলোচনায়

ঘুরেফিরে বিএনপির সাত্তারই আলোচনায়

আগামী ১ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচন। ১৯৭৩ সালের পর এই আসনে জেতেনি নৌকার প্রার্থী। কখনো মহাজোট, কখনো বিএনপির দখলে ছিল আসনটি। এবারও থাকছে না ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী। দলটির মনোনয়ন পেতে কিংবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে মাঠে নেমেছেন অন্তত এক ডজন নেতাকর্মী। তবে নির্বাচনকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে সেই আব্দুস সাত্তার ভূঁইয়াই। তিনি জাতীয় সংসদ থেকে পদত্যাগ করার পর বিএনপির সব পদ থেকেও পদত্যাগ করেছেন। যে আসন থেকে তিনি পদত্যাগ করেন, সে আসনেই ফের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নেন। তা নিয়ে নানা আলোচনা চলছে নির্বাচনের ময়দানে।

২০১৮ সালের নির্বাচনে এ আসনে বিএনপি থেকে নির্বাচিত হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। তবে গত ১১ ডিসেম্বর বিএনপির দলীয় সিদ্ধান্তে জাতীয় সংসদ থেকে তিনি পদত্যাগ করার মধ্য দিয়ে শূন্য হয় এ আসনটি। এরপর থেকেই সরগরম এ আসনের নির্বাচনী মাঠ।

এ বিষয়ে জানতে আব্দুস সাত্তারকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি। তবে তার ছেলে মাইনুল ইসলাম তুষার বলেন, ‘দলের সঙ্গে দূরত্বের কারণে বাবা মানসিকভাবে ভেঙে পড়েছেন। নির্বাচনকেন্দ্রিক অনেক ফোন আসছে বলে রিসিভ করাও সম্ভব হচ্ছে না।’

তিনি বলেন, ‘আমার এক আত্মীয় মনোনয়ন ফরম কিনেছেন। তবে আমার বাবা নির্বাচন করবেন কিনা এ বিষয়ে পারিবারিক কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। তবে যদি নির্বাচন করেন, তাহলে স্বতন্ত্র থেকে করবেন। উনি কোনো দলে যোগ দেননি।’

জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি বলেন, দলত্যাগী হওয়া কখনো ভালো নয়। সাত্তার সাহেব যখন দলে ছিলেন উনাকে যথেষ্ট সম্মান প্রদর্শন করা হয়েছে। রাষ্ট্রে গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন। রাজনীতিতে জীবন-যৌবন শেষ করে শেষ বয়সে দলত্যাগী হওয়া কোনো আদর্শিক কাজ হতে পারে না। মানুষ এটাকে ভালোভাবে দেখে না। তার পদত্যাগে বিএনপির কোনো ক্ষতি হবে না।

এদিকে পদত্যাগ করা সাবেক সংসদ সদস্য আব্দুস সাত্তারকে বহিষ্কার করেছে বিএনপি। রোববার রাতে দলটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। দলীয় সিদ্ধান্ত অমান্য ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় দলের প্রাথমকি সদস্য পদসহ সব পদ থেকে বহিস্কার করা হয়। এ ছাড়া সোমবার বিকেলে পাঁচবারের এই সাবেক সংসদ সদস্যকে অবাঞ্ছিত ঘোষণা করেছে আশুগঞ্জ উপজেলা বিএনপি। সোমবার দুপুরে আশুগঞ্জ বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠানে উপজেলা বিএনপির এক জরুরি সভায় এ ঘোষণা দেওয়া হয়।

এদিকে উপনির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্তত এক ডজনেরও অধিক প্রার্থী। জাতীয় পার্টিরও একাধিক প্রার্থী মাঠে রয়েছেন। উপনির্বাচনে আসনটি মহাজোটকে ছেড়ে দেওয়া হবে নাকি, আওয়ামী লীগ দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়া হবে; এ নিয়ে এলাকায় ছিল ব্যাপক জল্পনা-কল্পনা। তবে রোববার কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে এ আসনটিকে উন্মুক্ত ঘোষণা করা হয়। সাধারণ মানুষ মনে করছেন উন্মুক্ত হওয়াতে প্রার্থীরা নিজেদের যোগ্যতায় নির্বাচনে অংশ নেবেন। সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ এ আসনটি উন্মুক্ত করায়, জাতীয় পার্টিও উন্মুক্ত করে দেওয়ার বিষয়ে ভাবছে।

নির্বাচনের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি মঈন উদ্দিন মঈন বলেন, ২০১৮ সালের নির্বাচনে আমি নিশ্চিত বিজয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরে এসেছিলাম। আসন্ন নির্বাচনকে সামনে রেখে আমি মানিসকভাবে প্রস্তুত। কারণ, এ আসনটি নিয়ে মানুষের মাঝে আক্ষেপ রয়েছে। ১৯৭৫-এর পর থেকে এ আসনে আওয়ামী লীগের প্রার্থী না থাকায় এলাকাটি অবহেলিত। আমি জনগণকে ভালোবাসি। আমি তাদের আক্ষেপ ঘুচাতে এ আসনটি পুনরুদ্ধার করে প্রধানমন্ত্রীর উন্নয়ন ধারার অংশ হিসেবে সরাইল-আশুগঞ্জ উন্নয়নে কাজ করে যেতে চাই।

এ বিষয়ে জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা বলেন, আসনটি উন্মুক্ত ঘোষণা করায় ভালো হয়েছে। এখন প্রার্থীরা যে যার যোগ্যতায় নির্বাচনে অংশগ্রহণ করবেন। আমি দুইবার এ আসনে সংসদ সদস্য থাকার সময় এলাকায় রাস্তাঘাটসহ বহু উন্নয়ন কাজ করেছি। জনগণ আমার সঙ্গে রয়েছে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নির্বাচনে প্রার্থী অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেন, আওয়ামী লীগ আসনটিকে উন্মুক্ত ঘোষণা করার বিষয়টি তাদের সিদ্ধান্ত। সরাইল-আশুগঞ্জে জাতীয় পার্টি সাংগঠনিকভাবে সুসংগঠিত অবস্থানে রয়েছে। তিনি বলেন, যেহেতু আসনটি উন্মুক্ত এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারীরা স্বতন্ত্র প্রার্থী হবেন, সে হিসেবে নির্বাচনের সময় ঘনিয়ে এলে কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের সঙ্গে কথা বলে তাদের সমর্থন চাওয়া হবে।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বলেন, আসন্ন উপনির্বাচনে সরাইল-আশুগঞ্জ আসন উন্মুক্ত থাকার বিষয়ে কেন্দ্র থেকে এখনো আমাদের কাছে কোনো সিদ্ধান্ত আসেনি। সিদ্ধান্ত পাওয়ার পর দলীয়ভাবে বসে পরের করণীয় নির্ধারণ করা হবে। তবে নির্বাচনে আওয়ামী লীগের দলগত কোনো প্রার্থী থাকবে না।

জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. নাসির আহম্মেদ খান বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্তের পর বলা যাবে এ আসনে জাতীয় পার্টির প্রার্থী থাকবে নাকি উন্মুক্ত করে দেবে।

সরাইল ও আশুগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িযা-২ আসন। সরাইল উপজেলায় প্রায় ২ লাখ এবং আশুগঞ্জ উপজেলায় প্রায় ১ লাখ ভোটার রয়েছে। তাদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৭২ হাজার ৫৭৫, নারী ভোটার সংখ্যা ১ লাখ ৬২ হাজার ৮২৭ জন।

জেলা নির্বাচন অফিস জানায়, সোমবার পর্যন্ত ১২ জন মনোনয়নপত্র নিয়েছেন। ৫ জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ৮ জানুয়ারি বাছাই আর ১৫ই জানুয়ারি প্রত্যাহার দিন ধার্য করা হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি উপ-নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধান বিরোধী নয় : হাইকোর্ট

আজ ৪৬তম বিসিএস প্রিলি পরীক্ষা, যেসব নির্দেশনা মানতে হবে

ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা

২৬ এপ্রিল : নামাজের সময়সূচি

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

হাতি শুঁড় দিয়ে আছাড় মারল কৃষককে

বাবার বাড়ি যাওয়ায় স্ত্রীকে ২৭ কোপ দিলেন স্বামী

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

ব্যারিস্টার খোকনের দলীয় পদ নিয়ে সিদ্ধান্ত নেবে বিএনপি 

১০

বাড়ি ফেরা হলো না বাবা-ছেলের

১১

বাংলাদেশের দাবদাহ নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম

১২

অনুষ্ঠিত হলো বিইউএইচএস -এর প্রথম সমাবর্তন

১৩

ইউরোপ ধ্বংস হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে : ম্যাখোঁ

১৪

ছেলেদের দোষে ডুবছেন মাহাথির মোহাম্মদ

১৫

হিজাব আইন না মানায় ইরানে ব্যাপক ধরপাকড়

১৬

তীব্র তাপপ্রবাহে বৃষ্টি চেয়ে হাজারো মুসল্লির কান্না

১৭

মানব পাচারের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

১৮

ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

১৯

কারিগরির ফাঁকা সনদ মিলল তোষকের নিচে, গ্রেপ্তার কম্পিউটার অপারেটর

২০
*/ ?>
X