কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

শহীদ মিনারকেও দলবাজির কেন্দ্রে পরিণত করা হয়েছে, অভিযোগ ফখরুলের

শহীদ মিনারকেও দলবাজির কেন্দ্রে পরিণত করা হয়েছে, অভিযোগ ফখরুলের

কেন্দ্রীয় শহীদ মিনারের মতো পবিত্র স্থানকেও ক্ষমতাসীন আওয়ামী লীগের দলবাজির কেন্দ্রে পরিণত করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার রাতে দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সই করা বিবৃতিতে এ অভিযোগ করেন তিনি।

বিবৃতিতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধার্ঘ্য নিবেদনে বিশৃঙ্খলা-সমন্বয়হীনতার অভিযোগ এনে মির্জা ফখরুল বলেন, রাষ্ট্র যেমন আওয়ামী লীগ সরকারের নিপীড়ন-নির্যাতনে ক্ষত-বিক্ষত, ঠিক তেমনি বিশ্ববিদ্যালয়েও সরকার তাদের লাঠিয়াল বাহিনী দিয়ে সাধারণ শিক্ষার্থী ও জনগণকে জিম্মি করে রেখেছে। তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন দূরের কথা, তাদের দায়িত্ব নিয়ে কথা বলতে গেলে রাজনৈতিক সংগঠনগুলোর নেতাকর্মী ও জনগণের ওপর তারা পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীদের মতো বর্বরোচিত কায়দায় ঝাঁপিয়ে পড়ে। মহান ভাষা দিবসেও কেন্দ্রীয় শহীদ মিনারের মতো পবিত্র স্থানকেও দলবাজির কেন্দ্রে পরিণত করা হয়েছে। আমরা আজকে সংঘটিত ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিএনপির শ্রদ্ধা নিবেদনের কর্মসূচির প্রসঙ্গ টেনে দলের মহাসচিব বলেন, ‘এ বছর উদ্দেশ্যমূলকভাবে বিএনপির শ্রদ্ধা নিবেদন কর্মসূচির সময়সূচি আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে অনুরোধ করিয়ে পেছানো হলেও আওয়ামী লীগ রহস্যজনক কারণে তাদের প্রভাত ফেরির সময় ও রুট পরিবর্তন করে বিএনপির পূর্বঘোষিত প্রভাতফেরিকে প্রলম্বিত করে বাধাগ্রস্ত করার চেষ্টা চালায়।’

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্লিপ্ততার কারণে ক্ষমতাসীন দলের বিভিন্ন সংগঠনকে প্রভাতফেরির লাইনে না দাঁড়িয়ে তাদের বিএনপিসহ অন্যান্য দল ও সংগঠনের আগে যেতে দেওয়া হয় এবং ফলে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য নিবেদনে বিএনপিসহ অন্যান্য সংগঠনকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। সকাল সাড়ে ৭টায় নিউ মার্কেটে অবস্থিত বলাকা সিনেমা হলের সামনে থেকে প্রভাতফেরি শুরুর ৫-৬ ঘণ্টা পর কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছাতে ও পুষ্পার্ঘ্য অর্পণ করতে হয়। আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বারবার দৃষ্টি আকর্ষণ করা হলেও এ বিষয়ে তারা কোনো পদক্ষেপ নেয়নি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ থাকায় দলের পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য সকাল সাড়ে ৭টায় সমবেত হলেও মূল বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন দুপুর সাড়ে ১২টার পর।

জাতীয় সমাজতান্ত্রিক দলসহ (জেএসডি) বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নাজেহাল হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ‘কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য নিবেদনকালে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অসৌজন্যমূলক আচরণ করে। পুষ্পার্ঘ্য নিবেদনে কেন্দ্রীয় শহীদ মিনারে অব্যবস্থাপনার প্রতিবাদ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিম কর্তৃক ন্যক্কারজনক হামলার শিকার হতে হয় জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনসহ অন্যান্য নেতৃবৃন্দকে।’

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রের মতোই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রতিষ্ঠান চলে জনগণের ট্যাক্সের টাকায়। আর এ কারণেই শিক্ষার্থীসহ জনগণের সেবা ও নিরাপত্তা দেওয়াই এসব প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। কিন্তু রাষ্ট্র যেমন অবৈধ আওয়ামী লীগ সরকারের নিপীড়ন-নির্যাতনে ক্ষতবিক্ষত ঠিক তেমনি বিশ্ববিদ্যালয়েও সরকার তাদের লাঠিয়াল বাহিনী দিয়ে সাধারণ শিক্ষার্থী ও জনগণকে জিম্মি করে রেখেছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাই প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক

ভোলায় দ্বিতীয়বার বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

ইপিএলে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড

তীব্র গরমে ব্রাহ্মণপাড়ায় বেড়েছে রিচার্জেবল ফ্যানের চাহিদা 

ইমরান খানের ওপর বড় নিষেধাজ্ঞা আদালতের

গেইলকে ভয় পান বোল্ট!

৪৬তম বিসিএসের প্রিলি পরীক্ষা শুরু

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও সহকারী নিহত

তানজানিয়ায় বন্যা-ভূমিধসে নিহত ১৫৫

বিএনপি-জামায়াতের ৭ নেতাকর্মী কারাগারে

১০

পাবনায় অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা উধাও, অতঃপর

১১

প্রেম করে বিয়ে / ফ্ল্যাটে মিলল স্বামী-স্ত্রীর লাশ, পাশে ছিল চিরকুট

১২

দিনাজপুরে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা

১৩

ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট শুরু

১৪

ছুটির দিনটি কেমন যাবে আপনার?

১৫

এক রাতে ৫ সেচ মেশিন চুরি, বোরো ধান চাষে শঙ্কা

১৬

টোল আদায় নিয়ে সংঘর্ষ, আহত ২৫

১৭

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

১৮

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১৯

রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধান বিরোধী নয় : হাইকোর্ট

২০
*/ ?>
X