রাজনৈতিক সংকট নিরসনে জাতীয় ঐক্যের বিকল্প নেই : গোলাম মোর্ত্তজা

এনডিপি সভায় নেতারা।
এনডিপি সভায় নেতারা।ছবি : কালবেলা

নির্বাচনকালীন সরকার ইস্যুতে দেশে রাজনৈতিক সংকট বিরাজ করছে উল্লেখ করে তা থেকে উত্তরণে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা। তিনি বলেন, পরস্পর কাদা ছোড়াছুড়ি না করে সবাইকে নিয়ে ভোটের রাজনীতিতে কীভাবে ফেরা যায় সেজন্য সংলাপের প্রয়োজন রয়েছে। জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করলে তাতে করে জনসাধারণের কোনো কল্যাণ আসতে পারে না। এতে একশ্রেণির সুবিধাবাদী লোক তাদের লুটপাট অব্যাহত রাখবে, আর ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে এনডিপির নীতিনির্ধারণী সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন খন্দকার মোর্ত্তজা। এনডিপি চেয়ারম্যান বলেন, যেভাবে বারবার গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি পাচ্ছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ব্যাপারে সরকারকে জনবান্ধব হতে হবে।

তিনি বলেন, জনগণের ওপর খড়্গ চাপিয়ে ক্ষমতা টেকসই করার অর্থই হচ্ছে স্বৈরাচারী মনোভাব। এই মনোভাব থেকে বের হয়ে এসে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার বাস্তবিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। নির্বাচন কমিশন ঢেলে সাজিয়ে তাদের ক্ষমতায়ন করে সুষ্ঠু নির্বাচনের পথ পরিষ্কার করতে হবে। অন্যথায় বিশ্বাস ও আস্থার জায়গা কোনোভাবেই তৈরি হবে না।

এনডিপি সভায় নেতারা।
এনডিপি ও জমিয়তের সঙ্গে বিএনপির সংলাপ কাল

সভায় আরও বক্তব্য দেন—এনডিপির মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, প্রেসিডিয়াম সদস্য নাজমুন্নাহার মিনতি, ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, রাজু আহমেদ, যুগ্ম মহাসচিব হায়াত মাহমুদ, দলের মহিলা শাখার সদস্য সচিব পারভীন আক্তার মিলি, সুমী নেতৃবৃন্দ।

সভায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। আগামী ২০ ফেব্রুয়ারি পুরানা পল্টনে এনডিপির কেন্দ্রীয় কার্যালয়ে ভাষাসৈনিকদের স্মরণে স্মরণ সভা এবং ২১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত। এ ছাড়া দলের মহানগর ও জেলা শাখার উদ্যোগে স্ব স্ব শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হবে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com