কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

জনগণের প্রতি এ সরকারের কোনো দায়বদ্ধতা নেই : ড. মোশাররফ

জনগণের প্রতি এ সরকারের কোনো দায়বদ্ধতা নেই : ড. মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনগণের প্রতি এ সরকারের কোনো দায়বদ্ধতা নেই। তারা প্রত্যেক দিন দ্রব্যমূল্য বাড়াচ্ছে। সাধারণ মানুষ গরিব হচ্ছে, তাদের নেতারা ধনী হচ্ছেন। তারা লুটপাটের জন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়াচ্ছে। এই সরকার আর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারবে না, মানুষের ক্রয় ক্ষমতায় আনতে পারবে না। তাই তাদের বিতাড়িত করতে হবে।

আজ শনিবার কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াসিন।

ড. মোশাররফ বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার লোভে দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। তারা আগেও এই অপচেষ্টা করেছিল। স্বাধীনতার পর তারা একদলীয় বাকশাল কায়েম করতে চেয়েছিল। কিন্তু দেশের জনগণ তা মেনে নেয়নি। এখন ক্ষমতায় আসার পর আবার সেই অপচেষ্টায় লিপ্ত হয়েছে। কিন্তু তা হতে দেওয়া যাবে না। দেশের মানুষ তা হতে দেবে না।

‘ভোট ডাকাত’ সরকারের হাত থেকে দেশকে বাঁচাতে হবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের ঘাড়ের ওপর চেপে বসেছে। তারা গায়ের জোরে ক্ষমতায় টিকে আছে। তারা স্বাধীনতার পরে একবার গণতন্ত্রকে হত্যা করেছে, এখন আবার সেই কাজ করছে। তাদের দ্বারা গণতন্ত্র ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। তারা বিরোধী মতবাদের মানুষের ওপর দমনপীড়ন চালাচ্ছে। কথায় কথায় গ্রেপ্তার-নির্যাতন করছে। কিন্তু এতকিছুর পরও বিএনপিকে দমিয়ে রাখা যায়নি। বিএনপি দুর্বল হয়নি, বরং আরও বেশি শক্তিশালী ও উজ্জীবিত হয়েছে।

তিনি আরও বলেন, এই সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে সরকার অমানবিক কাজ করাচ্ছে। এ জন্য আমেরিকা র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে চায়। তাই গণঅভ্যুত্থান সৃষ্টি করে এই সরকারকে বিদায় করতে হবে। আন্দোলন ছাড়া কোনো স্বৈরশাসকের বিদায় হয়নি। তারাও সহজে বিদায় নেবে না।

সমাবেশে বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, সহসাংগঠনিক সম্পাদক সায়েদুল হক সাঈদ, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু প্রমুখ বক্তব্য দেন। এ সময় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন, মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমির উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধান বিরোধী নয় : হাইকোর্ট

আজ ৪৬তম বিসিএস প্রিলি পরীক্ষা, যেসব নির্দেশনা মানতে হবে

ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা

২৬ এপ্রিল : নামাজের সময়সূচি

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

হাতি শুঁড় দিয়ে আছাড় মারল কৃষককে

বাবার বাড়ি যাওয়ায় স্ত্রীকে ২৭ কোপ দিলেন স্বামী

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

ব্যারিস্টার খোকনের দলীয় পদ নিয়ে সিদ্ধান্ত নেবে বিএনপি 

১০

বাড়ি ফেরা হলো না বাবা-ছেলের

১১

বাংলাদেশের দাবদাহ নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম

১২

অনুষ্ঠিত হলো বিইউএইচএস -এর প্রথম সমাবর্তন

১৩

ইউরোপ ধ্বংস হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে : ম্যাখোঁ

১৪

ছেলেদের দোষে ডুবছেন মাহাথির মোহাম্মদ

১৫

হিজাব আইন না মানায় ইরানে ব্যাপক ধরপাকড়

১৬

তীব্র তাপপ্রবাহে বৃষ্টি চেয়ে হাজারো মুসল্লির কান্না

১৭

মানব পাচারের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

১৮

ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

১৯

কারিগরির ফাঁকা সনদ মিলল তোষকের নিচে, গ্রেপ্তার কম্পিউটার অপারেটর

২০
*/ ?>
X