
পরিবেশ দূষণ করে যানবাহন চালালে সংশ্লিষ্ট মোটরযান মালিক ও চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ বিষয় উল্লেখ করে এরই মধ্যে প্রতিষ্ঠানটি নিজস্ব ওয়েবসাইড থেকে শুরু করে সংবাদপত্রে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সব মোটরযান মালিক ও চালকদের জানানো যাচ্ছে যে, মোটরযান থেকে পরিবেশ দূষণকারী ধোঁয়া নির্গমনের ফলে তা পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলছে। সড়ক পরিবহন আইন-২০১৮ এর ধারা ৪৬ অনুযায়ী পরিবেশ দূষণকারী মোটরযান চলাচলের ওপর বিধিনিষেধ রয়েছে। কোনোভাবেই মোটরযান থেকে সরকার নির্ধারিত মাত্রার অতিরিক্ত পরিবেশ দূষণকারী কোনো যন্ত্র বা যন্ত্রাংশ মোটরযানে স্থাপন, পুনঃস্থাপন বা ব্যবহার করা যাবে না।
এর ব্যত্যয়, সড়ক পরিবহন আইন-২০১৮ এর ধারা ৮৯ অনুযায়ী একটি শাস্তিযোগ্য অপরাধ এবং এ কারণে কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড ও মোটরযান চালকের ক্ষেত্রে অতিরিক্ত হিসেবে দোষসূচক পয়েন্ট কর্তনের বিধান রয়েছে। এমন অবস্থায় মোটরযান মালিক এবং চালকগণকে পরিবেশ দূষণকারী ধোঁয়া নির্গমন বা অন্য কোনো ধরনের নিঃরণ বা নির্গমন করে এরূপ মোটরযান চালানো বন্ধের অনুরোধ করা যাচ্ছে। অন্যথায় সংশ্লিষ্ট মোটরযান মালিক ও চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।