মিয়ানমারের কমিটি আসবে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে

রোহিঙ্গা ক্যাম্প।
রোহিঙ্গা ক্যাম্প।পুরোনো ছবি

বাংলাদেশের সঙ্গে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) সহযোগিতা ফ্রেমওয়ার্ক চুক্তির আগ্রহ প্রকাশ করেছে চীন। গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে গিয়ে এ আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় চীনের নবনিযুক্ত রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্যরেখায় নতুন করে তৈরি হওয়া অস্থিরতার বিষয়ে চীনা রাষ্ট্রদূতকে জানানো হয়। জবাবে রাষ্ট্রদূত জানান, খুব শিগগির মিয়ানমারের একটি উচ্চপর্যায়ের কমিটি বাংলাদেশে এসে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে।

বৈঠক শেষে আলাদাভাবে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও চীনের রাষ্ট্রদূত। সীমান্তের বিষয়ে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, অবশ্যই। চীনের রাষ্ট্রদূতকে বিস্তারিত জানিয়েছি, যেন তারা মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা করে। তিনি (রাষ্ট্রদূত) প্রত্যাশা করছেন, এ ধরনের সংহিসতা ভবিষ্যতে আর ঘটবে না। আমরা এটাও জানিয়েছি, মিয়ানমারের একাধিক অঞ্চলে এ জটিলতা আছে।

সীমান্ত নিয়ে বাংলাদেশ সতর্ক অবস্থানে রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমাদের কাছে যতটুকু তথ্য আছে, তা হলো, মিয়ানমারের দুটি বিবদমান সংগঠন, বিচ্ছিন্নতাবাদী বা আর্মস গ্রুপ যেটাই বলি না কেন, তাদের মধ্যে সংঘাত হয়েছে শূন্যরেখায়। যেটা বাংলাদেশ সীমান্তের খুব কাছে এবং সেখানে থাকা রোহিঙ্গা ক্যাম্পটি প্রায় পুরোটাই পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা সতর্ক আছি। আমাদের বিজিবি নিশ্চিত করেছে, বাংলাদেশে সেখান থেকে কোনো অনুপ্রবেশ ঘটবে না।

বৈঠক শেষে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাংবাদিকদের বলেন, বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে যা মোকাবিলা করছে, তার জন্য চীন সহানুভূতিশীল। বৈঠকে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি। বাংলাদেশ অনেক ভুক্তভোগী। আপনারা অনেক ত্যাগ স্বীকার করেছেন। রোহিঙ্গারা যেখান থেকে এসেছে সেখানে ফেরত পাঠানোর বিষয়ে আমাদের অভিন্ন লক্ষ্য রয়েছে।

সামনের অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় চীনের কাছ থেকে আরও প্রকল্প ও বিনিয়োগের জন্য একসঙ্গে কাজ করার এখনই উপযুক্ত সময় বলেও এ সময় মন্তব্য করেন চীনা রাষ্ট্রদূত।

চীনা নববর্ষ উপলক্ষে নতুন রাষ্ট্রদূতকে অভিনন্দন জানিয়ে প্রতিমন্ত্রী বাংলাদেশের বৃহত্তম দ্বিপক্ষীয় বাণিজ্যে অংশীদার হওয়ার জন্য চীনকে ধন্যবাদ জানান।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com