সুশোভন অর্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

পুড়ে যাওয়া টাকা হাতে ব্যবসায়ী

পুড়ে যাওয়া টাকা হাতে ব্যবসায়ী

এখনো পুরোপুরি নেভেনি বঙ্গবাজারের আগুন। বিভিন্ন জায়গা থেকে উড়ছে ধোঁয়া। চারপাশে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, সরিয়ে নিচ্ছেন অবশিষ্ট সম্বল। তাদের মধ্যেই একজন মো. সাদ্দাম হোসেন। পুড়ে ছাই হয়ে যাওয়া টাকা হাতে দাঁড়িয়ে রয়েছেন তিনি। কত টাকা ছিল জানতে চাইলে বলেন, এখানে ৫০ হাজার টাকা ছিল। আর দোকানে ছিল চার লাখ টাকার মালামাল। এখন সব শেষ।

সাদ্দামের বাড়ি লক্ষ্মীপুর। থাকেন গুলিস্তানে। দেনাপাওনা করে তিন মাস আগে বঙ্গবাজারে দোকান নিয়েছিলেন তিনি। দোকানের নাম রেখেছিলেন মামুনা গার্মেন্টস। তার মতো অনেক ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে গেছে এই আগুনে। এখন শেষ সম্বলের খোঁজে বঙ্গবাজারে আসছেন তারা। কেউ শেষটুকু নিয়ে যেতে পারছেন, কেউ পাচ্ছেন না কিছুই।

রাজধানীর বঙ্গবাজারে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণের খবর আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে গতকাল মঙ্গলবারই। এরপর পেরিয়ে গেছে ২৯ ঘণ্টা। কিন্তু এখনো কিছু কিছু জায়গায় জ্বলছে আগুন, উড়ছে ধোঁয়া। আজ বুধবার রাজধানীর বঙ্গবাজারে পুড়ে যাওয়া মার্কেটে গিয়ে এমন চিত্রই দেখা গেছে।

ফায়ার সার্ভিস বলছে, আগুন নিয়ন্ত্রণে রয়েছে। এরপরও কিছু জায়গা থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। যেহেতু ভেতরে কাপড়ের গোডাউন রয়েছে, এ জন্য ধোঁয়া বের হচ্ছে। তবে আগুন সম্পূর্ণ নির্বাপণ করতে আমরা কাজ করছি।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করে যাচ্ছেন। যেসব জায়গা থেকে ধোঁয়া বের হচ্ছে, সেসব জায়গায় পানি ছিটাচ্ছেন তারা।

ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের দীর্ঘ ছয় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে গতকাল সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজার মার্কেটে আগুন লাগে। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের একের পর এক ইউনিট ঘটনাস্থলে যায় বলে জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

দুপুর সাড়ে ১২টায় যখন আগুন নিয়ন্ত্রণের ঘোষণা আসে, ততক্ষণে সব শেষ। চোখের সামনে অন্তত ৫ হাজার ব্যবসায়ী দেখলেন তাদের জীবিকার সব সম্বল পুড়ে মিশে যাচ্ছে বাতাসে। আগুনে পুলিশ সদর দপ্তরের ব্যারাকের নথি ও আসবাবও পুড়েছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পান তারা। ২ মিনিটে তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট দীর্ঘ ৬ ঘণ্টার চেষ্টার পর দুপুর ১২টা ২৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নেয়। তবে সন্ধ্যা পর্যন্ত বঙ্গবাজারের এনেক্স ভবনে আগুন জ্বলছিল।

খোলামেলা জায়গায় আগুন নেভাতেও বেশ বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীদের। পানি না পাওয়ায় দীর্ঘ সময় লেগেছে আগুন নেভাতে। তবে ভয়াবহতা আঁচ করে সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ এবং র‌্যাব সদস্যরাও অংশ নেন আগুন নির্বাপণ ও ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে। আগুন নেভাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী, দোকানকর্মী এবং স্বেচ্ছাসেবকও অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ৯ মে পর্যন্ত বন্ধ ঘোষণা চুয়েট

ক্ষমতার জন্য বিদেশি প্রভুদের দাসত্ব করছে বিএনপি : ওবায়দুল কাদের

ব্রাহ্মণবাড়িয়ায় পটকা ফাটানো নিয়ে সংঘর্ষে নিহত ১

দেশের মানুষের প্রধান চাওয়া সুষ্ঠু নির্বাচন : ইসি হাবিব

শেরেবাংলার মৃত্যুবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

দুর্ঘটনার কবলে ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী

প্রেমের জন্য দিনটি ভালো

নরসিংদীতে হিটস্ট্রোকে শিশুর মৃত্যু 

রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না

বৃষ্টিতে ভিজল সিলেট

১০

শনিবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

১১

ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা

১২

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৩

২৭ এপ্রিল : আজকের নামাজের সময়সূচি

১৪

গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ

১৫

নাটোরে অপহরণের ঘটনায় গ্রেপ্তার ৭

১৬

ছাত্র ইউনিয়নের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

১৭

ভোটদানের শর্তে কোরআন ছুঁয়ে টাকা নেওয়ার কল রেকর্ড ভাইরাল

১৮

‘বাংলাদেশের গণমাধ্যম ভয়াবহ সঙ্কটকাল পার করছে’

১৯

 ছেলের কিল-ঘুষিতে শিক্ষক পিতার মৃত্যু

২০
*/ ?>
X