কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

হিরোকে কেউ কোনোদিন জিরো বানাতে পারে না : হিরো আলম

হিরোকে কেউ কোনোদিন জিরো বানাতে পারে না : হিরো আলম

হিরো আলম জিরো হয়ে গেছে- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন হিরো আলম। তিনি বলেছেন, আমাকে জিরো কেউ বানাতে পারেনি, পারবেও না।

আজ শনিবার রাত ৯টায় ফেসবুক লাইভে এসে এ কথা বলেন তিনি।

হিরো আলম বলেন, ‘গত দুই-তিন ধরে কিছু দল আমাকে নিয়ে কিছু কথাবার্তা বলছে। আজকে দেখলাম আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের স্যার আজকে হিরো আলমকে নিয়ে কিছু মন্তব্য করেছেন। হিরো আলমকে নাকি বিএনপি দাঁড়িয়ে দিয়েছে, আপনারা শুনেছেন। আমার কথা আমাকে বিএনপি কেন দাঁড়িয়ে দেবে। তাহলে তো বিএনপির কোনো সাইনবোর্ড নিয়ে আমি ভোট করতাম। বিএনপির কোনো লোক আমার ভোটের দিনে ছিল কেউ দেখেছেন। তারা মাঠে ছিল কি পাশে ছিল? ছিল না। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করেছি। আমাকে বিএনপি ভোটে দাঁড় করিয়ে দেয়নি।’

তিনি বলেন, ‘ওবায়দুল কাদের বলেছেন হিরো আলম এখন জিরো হয়ে গেছে। এটা ভুল বলেছেন। হিরোকে কেউ কোনোদিন জিরো বানাতে পারে না। হিরো হিরোই থাকে। আমাকে জিরো কেউ বানাতে পারেনি, পারবেও না। এটা আপনি ভুল বলেছেন। হিরোকে যারা জিরো বানাতে এসেছে, তারাই জিরো হয়ে গেছে। হিরো আলম এখন বিএনপির কাঁধে ভর দিয়ে চলছে, ওবায়দুল কাদের এ কথাও বলেছেন। হিরো আলম কারও কাঁধের ওপর ভর করে চলে না। আজকে এতদূর এসেছি, কেউ সহযোগিতা করেনি। পরিশ্রম, সংগ্রাম করে আজকে আমি হিরো আলম হয়েছি।’

হিরো আলম আরও বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার বলেছেন এই সরকার এখন অসহায় হয়ে গেছে। আমার কথা সরকার এখন অসহায় হয়েছে কি না আমি জানি না। আমি হিরো আলম যে অসহায় হয়েছি, এই প্রশ্নের জবাব কে দেবে। আমার যে ভোটের ফল কেড়ে নেওয়া হলো, এই প্রশ্নের জবাব কে দেবে। আমি কার কাছে বিচার দেব। আমি যাদের কাছে বিচার দিতেছি, তারা তো এই বিচারের কোনো ফল দিতেছে না। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলব, সবার তো বিচার আপনিই করেন। তাই আমিও আপনার কাছে বিচার দিলাম, আমার ভোট সুষ্ঠু মতো হলো, কিন্তু ফল সুষ্ঠু মতো দেওয়া হলো না কেন। এর আমি বিচার চাই।’

হিরো আলম বলেন, ‘হিরো আলমকে একটা প্ল্যান-চক্রান্ত করে হারানো হয়েছে। তা ছাড়া ভোটে আমরা যে গণজোয়ার দেখেছি, হিরো আলমের হারার কোনো প্রশ্নই ওঠে না।’

তিনি আরও বলেন, ‘আর একটা কথা ওবায়দুল কাদের স্যার বলেছেন যে, পার্লামেন্টকে ছোট করা হবে হিরো আলম যদি সংসদে যায়। আমার কথা- আমি যদি পার্লামেন্টে গেলে পার্লামেন্ট ছোটই হয়, তাহলে যখন আমরা নমিনেশন পেপার কিনি তখন আপনাদের কিন্তু এটা বলা উচিত ছিল যে, হিরো আলমের কাছে যেন মনোনয়নপত্র বিক্রি করা না হয়।’

হিরো আলম বলেন, ‘আপনারা বলেছেন গণতন্ত্রের দেশ, সবাই নির্বাচন করতে পারে। সবাই যদি নির্বাচন করতেই পারে এবং আপনাদের আইনে থাকে। তাহলে আমি ভোটে গেলে আপনার সংসদ ছোট হবে কেন? সংসদের তো ছোট হওয়ার কথা নয়!’

তিনি আরও বলেন, ‘তাহলে আপনাদের আইন করতে হবে, যার যোগ্যতা নেই সে পার্লামেন্টে যেতে পারবে না। যারা লেখাপড়া নেই, সে যেতে পারবে না। আর একটা বিষয়- আপনারা আইন করেছেন যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করবে তাদের ১ শতাংশ ভোটারের স্বাক্ষর লাগবে। যদি তাই হয় তাহলে যারা দলীয়ভাবে ভোট করে, তাদের ওয়ান পার্সেন্ট লাগে না কেন? আইন যদি সবার জন্য সমানই হয়, তাহলে এই আইন চেঞ্জ করতে হবে।’

সামান্য ব্যবধানে হেরে যাওয়া বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনেরে উপনির্বাচন নিয়ে তিনি বলেন, ‘আমি বলেছিলাম ভোট সুষ্ঠু হয়েছে। সুষ্ঠু ভোট বলতে, ভোটারা ভোটকেন্দ্রে এসেছেন, ভোট দিয়েছেন। কাউকে ভয় দেখানো হয়নি। আমার কোনো এজেন্টকেও বের করে দেওয়া হয়নি। কাহালুতে ৬৩টি কেন্দ্রে প্রায় ২৬০০ ভোটে এগিয়ে ছিলাম, পাস এখানে। নন্দীগ্রামে ৪৯ কেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষণা না করেই মশাল প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।’

হিরো আলম অভিযোগ করেন, কাহালুতে ভোট শেষ হওয়ার দুঘণ্টার মধ্যেই গণনা শেষ হয়েছে। কিন্তু নন্দীগ্রামে ফলাফল গরমিল করার জন্য আরও দুঘণ্টা বেশি সময় নেওয়া হয়েছে গণনার ক্ষেত্রে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতি শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় মারল কৃষককে

বাবার বাড়ি যাওয়ায় স্ত্রীকে ২৭টি কোপ দিলো স্বামী

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

ব্যারিস্টার খোকনের দলীয় পদ নিয়ে সিদ্ধান্ত নেবে বিএনপি 

বাড়ি ফেরা হলো না বাবা-ছেলের

বাংলাদেশের দাবদাহ নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম

অনুষ্ঠিত হলো বিইউএইচএস -এর প্রথম সমাবর্তন

ইউরোপ ধ্বংস হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে : ম্যাখোঁ

ছেলেদের দোষে ডুবছেন মাহাথির মোহাম্মদ

হিজাব আইন না মানায় ইরানে ব্যাপক ধরপাকড়

১০

তীব্র তাপপ্রবাহে বৃষ্টি চেয়ে হাজারো মুসল্লির কান্না

১১

মানব পাচারের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

১২

ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

১৩

কারিগরির ফাঁকা সনদ মিলল তোষকের নিচে, গ্রেপ্তার কম্পিউটার অপারেটর

১৪

ঝিনাইদহে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

১৫

ভোট দিলে যে শহরে মিলবে ফ্রি বিয়ার, ট্যাক্সিসহ নানা সুবিধা

১৬

কুমিল্লায় পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু

১৭

খালেদা জিয়ার সঙ্গে ফখরুলের সাক্ষাৎ

১৮

চট্টগ্রামে জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

১৯

সুইজারল্যান্ডে বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি তুলে ধরলেন শিক্ষামন্ত্রী 

২০
*/ ?>
X