নাটোরের বাগাতিপাড়ায় নাতনিকে ধর্ষণের অভিযোগে দাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে ৪৫ বছর বয়সী ওই ব্যক্তিকে বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়ন থেকে গ্রেপ্তার করা হয়।
এর আগে রোববার রাতে কওমি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ওই শিশুর মা বাগাতিপাড়া মডেল থানায় মামলা করেন। এরপরই পুলিশ তাকে গ্রেপ্তার করে।
শিশুটির মা জানান, ওই ব্যক্তি তার মামাশ্বশুর। গত ১৩ জুলাই তার ভাতিজির বিয়ে ছিল। সেই অনুষ্ঠানে তার মেয়েও যায়। সে সময় মামাশ্বশুর তার মেয়েকে বাড়ির স্টোররুমে নিয়ে ধর্ষণ করে। এরপর বিষয়টি কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেয়।
ওই নারী বলেন, ‘ভয়ে আমার মেয়ে এত দিন কাউকে কিছু বলেনি। প্রায় তিন মাস আত্মগোপনে থাকার পর আমার মামাশ্বশুর ফিরে আসে। তাকে দেখার পর থেকে মেয়েটা প্রায়ই ঘুমের মধ্যে কেঁদে ওঠে।
‘রোববার সকালে মামাশ্বশুরকে দেখে মেয়েটা ভয় পেয়ে আমাকে সব ঘটনা খুলে বলে। এরপর রাতেই আমি তার নামে মামলা করি। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘প্রায় তিন মাস আগে শিশুটিকে ধর্ষণ করা হয়। রোববার রাতে মামলা পেয়ে আমরা তাকে গ্রেপ্তার করেছি।’