কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৩, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

প্রথম আলোর সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোর সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে সাভারের বাসা থেকে সিআইডি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আমি যতটুকু জানি, মামলা রুজু হয়েছে। আমার কাছে সব রিপোর্ট আসেনি, তাই আমি স্পষ্ট করে বলতে পারছি না। আমি বিভিন্নভাবে যতটুকু অবগত হয়েছি, মামলাকে কেন্দ্র করেই কিছু ঘটেছে। আমি পরিষ্কার হয়েই জানাতে পারব।’ তিনি আরও বলেন, আমরা এতদূর এগোনোর পর স্বাধীনতা দিবসে যদি কেউ এমন ভুয়া নিউজ দেয়, তাহলে যে কেউ সংক্ষুব্ধ হতে পারে।’

আজ বুধবার সাংবাদিক শামসুজ্জামানকে তুলে নেওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইন কিন্তু নিজস্ব গতিতে চলে। আইন অনুযায়ী রাষ্ট্রসহ সবকিছু চলে। কেউ যদি সংক্ষুব্ধ হয়ে বিচার চান কিংবা থানায় মামলা করেন, সে অনুযায়ী পুলিশ ব্যবস্থা নিতেই পারে।’

মন্ত্রী বলেন, ‘তবে প্রথম আলোর সাংবাদিক সাহেব যে উদ্ধৃতি করেছেন, তা সঠিক ছিল না। সেটি একাত্তর টিভির মাধ্যমে আপনারা সাংবাদিকরাই প্রচার করেছেন। এ সংবাদ যে ভিত্তিহীন, মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত তা একাত্তর টিভিতে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে।’

Link a Story

প্রথম আলোর সাংবাদিককে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ

এর আগে আজ বুধবার ভোরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে তার সাভারের ভাড়া বাসা থেকে সিআইডি পরিচয়ে তুলে নেওয়া হয় বলে অভিযোগ ওঠে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশের আমবাগান এলাকা থেকে তাকে তুলে নেওয়া হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, আজ ভোর ৪টার দিকে তিনটি গাড়িতে মোট ১৬ জন শামসুজ্জামানের বাসার সামনে যান। এর মধ্যে তার বাসায় ঢোকেন ৭ থেকে ৮ জন। কিছু সময় পর শামসুজ্জামানকে নিয়ে তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলায় যান।

প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বলছেন, বটতলার নুরজাহান হোটেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন, একজন নিরাপত্তা প্রহরী, শামসুজ্জামানসহ মোট ১৯ জন ব্যক্তি সেহরি করেন। ভোর পৌনে ৫টার দিকে বটতলা থেকে তারা আবার শামসুজ্জামানের বাসায় যান।

সেখানে উপস্থিত একাধিক গণমাধ্যমকর্মী বলেন, আমরা শামসুজ্জামান ভাইকে দেখতে পেয়ে তার সঙ্গে কথা বলতে চাই। তখন বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা আমাদের একপাশে নিয়ে অন্য দিকে যেতে অনুরোধ করেন। এ ছাড়া শামসুজ্জামান পুলিশের হাতে গ্রেপ্তার বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতা-পাঞ্জাবের ম্যাচে রেকর্ডের পর রেকর্ড

ফলন ও দাম ভালো হওয়ায় তিল চাষে ঝুঁকছে সদরপুরের কৃষকরা

আমেরিকা ছাড়িয়ে ইউরোপে ইসরায়েলবিরোধী আন্দোলন

আগামী ৯ মে পর্যন্ত বন্ধ ঘোষণা চুয়েট

ক্ষমতার জন্য বিদেশি প্রভুদের দাসত্ব করছে বিএনপি : ওবায়দুল কাদের

ব্রাহ্মণবাড়িয়ায় পটকা ফাটানো নিয়ে সংঘর্ষে নিহত ১

দেশের মানুষের প্রধান চাওয়া সুষ্ঠু নির্বাচন : ইসি হাবিব

শেরেবাংলার মৃত্যুবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

দুর্ঘটনার কবলে ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী

প্রেমের জন্য দিনটি ভালো

১০

নরসিংদীতে হিটস্ট্রোকে শিশুর মৃত্যু 

১১

রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না

১২

বৃষ্টিতে ভিজল সিলেট

১৩

শনিবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

১৪

ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা

১৫

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৬

২৭ এপ্রিল : আজকের নামাজের সময়সূচি

১৭

গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ

১৮

নাটোরে অপহরণের ঘটনায় গ্রেপ্তার ৭

১৯

ছাত্র ইউনিয়নের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

২০
*/ ?>
X