প্রকাশিত হলো বনানী রায়ের নতুন বই ‘স্রোতস্বিনী জীবন’

শুক্রবার অমর একুশে বইমেলায় বনানী রায়ের নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
শুক্রবার অমর একুশে বইমেলায় বনানী রায়ের নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। ছবি : সংগৃহীত

লেখক ও কথাসাহিত্যিক বনানী রায়ের নতুন বই ‘স্রোতস্বিনী জীবন’ প্রকাশিত হয়েছে। আজ শুক্রবার বিকেল ৫টায় অমর একুশে বইমেলার সুবর্ণ প্রকাশনার স্টলে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

বইটি নিয়ে লেখক বনানী রায় বলেন, ‘জীবন বহমান, বয়ে চলাই জীবনের ধর্ম। মানুষের চাওয়া পাওয়া, ইচ্ছা-অনিচ্ছার তোয়াক্কা না করেই সে চলতে থাকে তার নিজস্ব ধারায়। কেউ চায় ক্ষমতার শীর্ষে নিজেকে দেখতে, কেউ চায় মানবিকতায় জীবনকে বিলিয়ে দিতে। আবার কারও আশা থাকে আর্থিক ঝুঁকিহীন নিশ্চিত জীবনের, কারও ইচ্ছে আর্থিক ঝুঁকিকেই জীবনের চ্যালেঞ্জ হিসেবে নেওয়ার। তবে জীবন কাকে কোথায় নিয়ে দাঁড় করাবে, মানুষের সাধ্য কী তা জানার! এসব বিষয়ই উঠে এসেছে আমার এ বইতে।’

লেখক ও কথাসাহিত্যিক বনানী রায়।
লেখক ও কথাসাহিত্যিক বনানী রায়। ছবি : সংগৃহীত

বইটির বিষয়বস্তু নিয়ে তিনি বলেন, ‘কাহিনির মূল চরিত্রে চারুলতা। বড় দুই বোন নিরুপমা ও অনুপমা। একজনের জীবনের ঘটে যাওয়া ঘটনা অন্যজনের জীবনে প্রভাব ফেলবে সেটাই স্বাভাবিক। তবে কার ওপর কতটা নির্ভর করে ভাবনার গভীরতার ওপর। কৈশোরেই বড় বোনের জীবনে একটি সিদ্ধান্ত বদলে দেয় চারুলতার চিন্তাজগৎ।’

লেখক বলেন, ‘ঘটনার পরিপ্রেক্ষিতে সে প্রতিজ্ঞা করে নিজের কাছে। অল্প বয়সের ভাবনা পরিণত বয়সে মানুষ ভুলে যায়। কিন্তু সে আকড়ে রাখে তার লক্ষ্য। সে লক্ষ্যেই নিজেকে গড়ে তুলছিল একটু একটু করে। প্রতিজ্ঞা রক্ষার স্বার্থে সে উপেক্ষা করে নিজেকে; মানসিক ও জৈবিক চাহিদা ভুলে যেতে চায় জীবনের স্বাভাবিক ধারা। শেষ পর্যন্ত চারুলতা কি পেরেছিল জীবনকে তার নিজের লক্ষ্যপথে নিতে, নাকি জীবন তাকে ভাসিয়ে নিয়ে যায় বহমান স্রোতধারায়? সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি আমার এই বইয়ে।’

‘স্রোতস্বিনী জীবন’ বইটি মেলার ৪০০-৪০২ নাম্বার স্টলে পাওয়া যাবে। এ ছাড়া অনলাইনে রকমারি ডটকমেও বইটি পাওয়া যাবে। বইটির মূল্য মাত্র ৩৩২ টাকা।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com