আমাদেরও বেলা ফুরোলো শেষে, যদিও সূর্যের হ্যালোজেন এখনও ঢের বাকি!
আমাদের ঋণ থেকে যায়, আকাশের কাছে, বয়ে যাওয়া বাতাসের ধারায়-
বহুকাল মাটির বুনট লালন করেছে যত্নে; ফসলে, বসতির ভার বুকে চেপে,
তবু জঞ্জাল ছাড়া কিছু পারিনিকো দিতে!
আমাদের ঋণ থেকে যায় তবু সুদ বাকি রেখে
আসল সত্য শুধু হয় সাথী অন্ধকার পথ কাছে টেনে।
.
এবেলার গান তবু কাল বেলায় খোঁজে নতুন সুর,
সন্ধ্যার শাঁখে; ঝাঁক বেঁধে নীড়ে ফেরে নতুন খেচর,
পালাবদলে উত্তরের হাওয়ায় আসে শীত,
পাতা ঝরে; জীর্ণ শীর্ণ পাতা, অবনির বুকে মাথা লুটায়ে,
আমাদের মত তাদেরও ফুরিয়েছে বেলা!
ফিরে যাবার গানে সুর মিলিয়ে,
পৃথিবীর কাছে ঋণ আছে তার যত, আমাদের মত- সুর মিলিয়ে ফেরে।
তাহাদেরও ঋণ থেকে যায় সুদ বাকি রেখে,
আসল সত্য হয় সাথী কেবল অন্ধকার পথ কাছে টেনে!
.
[কবি উৎকলিত রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী; বর্তমানে আন্তর্জাতিক সংস্থা কেয়ার বাংলাদেশ’ এর সঙ্গে কাজ করছেন।]
মন্তব্য করুন