তোমার স্বর্গীয় রাজপ্রাসাদে একদিন আমাকে নিমন্ত্রণ দিঅ। ডাল ভাতে পেটপুরে খেয়ে, বরষায় বৃষ্টি নিক্কণে খুব করে ঘুমোব একটি রাত। জেরফুল! তুমি ৭৬ বছর ধরে যে আকাশটা দেখছো তার থেকে একটু নীল তুমি আমাকে দিঅ। আমি তোমাকে একমুঠো সূর্যের আলো ছাড়া আর কিছুই দিতে পারব না। জেরফুল!
.
[কবি শামস্ সোহাগের জন্ম রাজবাড়ী জেলায়। ‘কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’ বিষয়ে পড়াশোনা করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটিতে। কর্মসূত্রে তিনি ঢাকায় থাকেন এবং একটি গণমাধ্যমের হেড অব প্রোগ্রাম হিসেবে কর্মরত আছেন।]
মন্তব্য করুন