আমার তরী, মিথ্যে বেসাতির ভারে বেঁকে বসে গভীর শূন্যতার জালে, ক্রমেই হারিয়ে যাচ্ছিল, তুমি ঠিক তখনিই এলে!
তুমি এলে আমায় পূর্ণতা দিতে, তুমি এলে আমার শুষ্ক মরুভূমিতে প্রাণের সঞ্চার হয়ে।
অনেক সুপ্ত আশার গল্পে, ঘুমহীন রাতগুলোর কাব্যে সাক্ষী ছিল অশ্রুধারা, সাক্ষী ছিল শুধুই আমার বিধাতা। তুমি এলে আমার সেই হাজার রজনীর জোছনার আলো হয়ে।
উত্তাল মনে শান্তির সঙ্গ নিয়ে। তুমি এলে নৈসর্গিক সৌন্দর্যে মাতাল হাওয়ায় আমায় হারিয়ে নিতে। তোমার সঙ্গে জীবনের অর্থ এক নতুন বৈচিত্র্যময় দৈনন্দিন আয়োজন। যেখানে রোজ আমি নিজেকে খুঁজে পাই নতুন রঙে, নতুন সাজে।
তুমি আমার মেয়ে, জ্যোতির ছায়া, আমার জ্যোতিস্ময়ী পূর্নাভা।
মন্তব্য করুন