আমার মন খারাপের মেঘ, ঈশান কোণে রোজ বিকেলে- উঁকি দেয় নিয়ম করে, বিষাদের দুপুর চৈত্রের দহন দাহে, আদ্রতা বাড়ায় চোখের কোণে, কেবল অভিমানী বর্ষা আসে না, শ্রাবণ ধারায় ফুরায় না ব্যথার গভীরতা! উজান ঢলে চাপ বাড়ে মনের হ্রদে, ফেঁপে ওঠা অগভীর জলাধার - প্লাবন ঘটায়, তাতে আকরিক সুখ ধরে না! .
তারপর ধরণী শীতল করে আসে বৃষ্টির ধারা, দাবদাহে পুড়ে খাক আত্মা বৃষ্টিতে মন ভিজিয়ে- শয্যায় খোঁজে আশ্রয়। জানালার ওপারে সজনের ডালে ভিজে কাক, ব্যস্ততা বাড়ে জেলের, বৈঠার তালে সম্ভাবনা দোলে, বহুদূরে কুসুম মেঘে আলোর ঝিলিক- দুপুরের জ্যোতি নিভে আগ্রাসী কালো মেঘে। .
এইসব দিন প্রকৃতির কোলাহল আবর্তে- বয়সের ঘুম ভাঙ্গিয়ে দেয় বর্ষা স্নাত কিশোরীর উচ্ছলতায়, ক্লান্ত রাতে নিঃসঙ্গতার ক্যাফেইন ছড়ায় শিরায়, ধোঁয়া ওঠা চায়ের কাপে আয়েশ খুঁজে নেয় নিঃসঙ্গ নাগরিক জীবন। ভাট ফুলে বসন্ত লাগা বিকেলে- অলীক অনিশ্চয়তায় হাত ধরে চলে স্বপ্নেরা! বেশতো আছি, জীবনের কাছাকাছি, পথ হেঁটে হেঁটে - গন্তব্যহীন গন্তব্যের খোঁজে!
[কবি উৎকলিত রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী; বর্তমানে আন্তর্জাতিক সংস্থা কেয়ার বাংলাদেশ’এর সঙ্গে কাজ করছেন।]
মন্তব্য করুন