বইমেলায় প্রকাশিত হয়েছে কবি রাশিদুল হাসান বাচ্চুর ইংরেজি কবিতার বই ‘ওয়াকিং অন দি পাথ অব পোয়েট্রি (Walking the path of poetry)’। সঞ্জীব রায়ের প্রচ্ছদে বইটি মেলায় এনেছে প্রতিভা প্রকাশ।
‘ওয়াকিং অন দি পাথ অব পোয়েট্রি’ মূলত ইংরেজিতে লেখা লেখকের প্রথম কবিতার বই। বইটিতে ৪০টি কবিতা স্থান পেয়েছে। এসব কবিতার প্রত্যেকটিই জাতিসংঘ, ইউনেস্কো, সার্ক, নেলসন ম্যান্ডেলা ইন্টেলেকচুয়াল ফোরামের মতো আন্তর্জাতিক সংস্থা ছাড়াও বিভিন্ন দেশের দেশের সাহিত্য ম্যাগাজিনগুলোতে প্রকাশিত হয়েছে। অর্থাৎ বইট বাছাই করা কিছু কবিতার সংকলন।
কবি মনে করেন, প্রতিটি কবিতা ইতোমধ্যে বহির্বিশ্বের বহু পাঠকের হৃদয়ে যেমন করে আলোড়ন তুলেছে, তেমনিভাবে বাংলাদেশের পাঠকদেরও মনেও আলোড়ন তুলবে।
কবিতায় রাশিদুল হাসান প্রকৃতি, প্রেমকে উপজীব্য করেছেন; ছড়িয়ে দিতে চেয়েছেন শান্তি ও মানবতার বার্তা। মূলত এসবের মাধ্যমে কবি জীবনের বাস্তবতাকে হৃদয়দৃষ্টি দিয়ে নিখুঁতভাবে কবিতায় রূপ দিয়েছেন। বইটির মুদ্রিত মূল্য ১৬০ টাকা হলেও ২৫ শতাংশ ছাড়ে মেলা থেকে কেনা যাবে ১২০ টাকায়।
মন্তব্য করুন