কিছুই যেন পেতে নেই
মনের দৃষ্টি মেলো, তবু চোখ খুলে তাকিও না ঐ গভীরতায় ঠাঁই নেই, আমি কূল খুঁজে পাই না মন ছুঁতে পারে না মন তাই আলিঙ্গনের আকাঙ্ক্ষা আজন্ম লালিত স্বপ্ন শপথ ঐ চোখের, সে দর্পণে বেঁধেছি আলিঙ্গনে তোমায় শরীর না পাক, তবু মন যে ছুঁয়েছি হায়! দূরেই থাকো তুমি, সবকিছু পেতে নেই।
.
তোমার অপেক্ষায়
উৎসবের উৎসাহ ফুরালে, বিষণ্ণতার চাদর টেনে শহর নিঝুম- নিশাচরের চোখেও চড়ে ঘুম, ছুটি নেয় ডাহুক, কোথায় কোন বাঁশ ঝাড়ে ফিরে নীড়ে- গভীর ভাবনা চোখে তুলে তাকিয়ে থাকা পেঁচা, চোখ কপালে তুলে যায় ঘুম! কোথায় পড়ে থাকা মন হাতড়ে, কাঁচা ঘুম ভেঙে দক্ষিণ হওয়ায় ঢেউ তোলা চুলে রাত্রির কপাটে এসে দাঁড়াও যদি- জেনো, রাত্রির সাথে একজোড়া চোখ ছিল জেগে- তোমার অপেক্ষায়!
[কবি উৎকলিত রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী; বর্তমানে আন্তর্জাতিক সংস্থা কেয়ার বাংলাদেশ’এর সঙ্গে কাজ করছেন।]
মন্তব্য করুন