মনস্তাত্বিক অনুভূতিগুলো বিবর্তনের হাত ধরে পাড়ি জমায় সুদূর এক গন্তব্যে। পথের অলিগলিতে অজস্র হিংস্র পশু, বিষধর শ্বাপদ সন্তর্পণে অপেক্ষমাণ, শুধু ছোট্ট একটা ভুলের!
প্রজ্ঞার ওপর আস্থা রেখে, স্বজ্ঞার অস্তিত্বের খোঁজে আমার অবুঝ মন। কিন্তু সেই চোরা পথের গোলকধাঁধার বাঁকগুলো যে চিনিয়ে দেবে, এমন সত্তার দেখা আজও পেলাম না!
‘আমিত্বের’ বিসর্জন দেব, এই শপথের দুঃসাহস অদম্য সেই ক্ষুধা থেকেই। অথচ, হাজারো, কোটি বছরের জন্মকালের চক্র থেকে, মুক্তির পথ বাতলে দেওয়ার সেই সত্তার দেখা আজও পেলাম না।
নারদ! তবে কি আমার দৈন্যদশা দেখে উপহাসের হাততালিই দিয়ে যাবে? প্রলয় আনবো!
হয় দাও দেখা, নয়তো চিরতরে ঘুঁচিয়ে দাও মরীচিকার পেছনে ছুটে চলার, আমার সেই ভ্রম!
মন্তব্য করুন