আমি জানি, ঐ চোখের ভেতর ডুব দিলে সারি সারি নিঃসঙ্গ পাহাড়, জলসার আড্ডায় সবচেয়ে আমুদে মানুষটি হটাৎ একলা হয়ে যায়, চারপাশের জনসমুদ্রের কোলাহল, তবু তুমি কোথায় হারাও? মেকি হাসির ভাষা আমি পড়তে শিখেছি। আমি জানি গত রাতেই কতটা নিঃশব্দে ঝরনা নেমেছে নদীতে। ভাবছ, আমার কি কাজ নেই? তোমার নিঃসঙ্গতার যোগ মেলাতে নয়, বোধের ভূগোলে অনাবৃত সুখ ছড়াতেই হাত বাড়িয়েছি। জানি তুমি বাঁধা পড়বে না। শেকল যেথায় শাড়ির আঁচল, মুক্তি দেবে সাধ্য কার!
মন্তব্য করুন